Advertisment

Explained: সামনেই সিওপি২৮, ভারতের বিরাট ভূমিকা, জলবায়ু সম্মেলনে কেন গোড়াতেই সক্রিয় নয়াদিল্লি?

বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
COP28

সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে এবারের জলবায়ু সম্মেলন। (এপি ছবি)

বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী ভারত। এই দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে শামিল। আন্তর্জাতিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে ভারতের বর্তমানে প্রভাব বাড়ছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে, ভারত গত কয়েক বছরে, বার্ষিক জলবায়ু সম্মেলনে ক্রমশই সক্রিয় হয়ে উঠেছে। যা কনফারেন্স অফ পার্টিস (জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসংঘের কনভেনশন) বা সিওপি নামেও পরিচিতি লাভ করেছে।

Advertisment

ভারতেও জলবায়ু সম্মেলন
২০০৮ সালে ভারত একটি সিওপি আয়োজন করেছিল। যার নাম ছিল সিওপি৮। এই সব সম্মেলনগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য। যার মধ্যে ২০০৯ সালে কোপেনহেগেনে আয়োজিত সিওপি১৫, ২০১৫ সালে প্যারিসে আয়োজিত সিওপি২১, ২০২১ সালে গ্লাসগোতে আয়োজিত সিওপি২৬ উল্লেখযোগ্য। বিশ্বের শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছিলেন এই সমস্ত সম্মেলনে। যা তাবড় বিশ্বনেতাদের বৃহৎ সম্মেলনে পরিণত হয়।

মোট পরিমাণের বিচারে নির্গমন বেশি
আয়তন আর জনসংখ্যার জন্য, ভারত সর্বদাই গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় নির্গমনকারী দেশ। ১৯৭০ সালে যা নির্গমন হত ভারত থেকে, বর্তমানে তা চারগুণ বেড়েছে। এমনটাই জানিয়েছে গ্লোবাল অ্যাটমোস্ফেরিক রিসার্চের নির্গমন ডেটাবেস। ভারতের গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৪০%-এ কারণ বিদ্যুৎ উৎপাদন। তারপরেই স্থল পরিবহণ। যার অবদান প্রায় ১০%।

ভারতে মাথাপিছু নির্গমন কম
কিন্তু, মাথাপিছু হিসেবে ভারতের গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ কম। এখনও বিশ্বের গড়ের অর্ধেকেরও কম। তবে, ভারতে মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ কম হওয়ার একটা খারাপ দিকও আছে। যা বুঝিয়ে দেয়, এদেশে নিম্ন স্তরে শক্তির খরচ কম হয়। অর্থাৎ কম খরচে জীবনযাত্রা চলে। অর্থাৎ, উন্নত বিশ্বের চেয়ে তুলনামূলকভাবে নিম্নমানের জীবনযাত্রা নির্বাহ করেন ভারতীয়রা।

আরও পড়ুন- শুধু ইজরায়েলই নয়, বিশ্বের সেনাবাহিনীকে বিরাট শিক্ষা দিল হামাস, কী তা?

সিওপিতে ভারতের সওয়াল
১৯৯২ সালে রিও ডি জেনেইরোর আর্থ সামিট জলবায়ু পরিবর্তনের ওপর রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)-এর জন্ম দিয়েছিল। ভারত প্রথম থেকেই সেখানে বোঝানোর চেষ্টা করে যে, জলবায়ু পরিবর্তনের দায় একা ভারতের মত উন্নয়নশীল দেশগুলোর নয়। উন্নত দেশগুলোও দায় এড়াতে পারে না। যার জেরে UNFCCC-র ভিত্তিগুলোর একটি হয়ে ওঠে সাধারণ বাট ডিফারেনসিয়েটেড রেসপন্সিবিলিটিস অ্যান্ড রেসপেক্টিভ ক্যাপাবিলিটিস (CBDR-RC) নীতি। সেখানে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকের কাজ। ধনী এবং উন্নত দেশগুলিকে সেই দায়িত্বের সিংহভাগ বহন করতে হবে। কারণ, তারাই বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ঘটিয়েছে। পাশাপাশি, তাদের সম্পদ, ক্ষমতাও বেশি। সেই কারণেও তাদের দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তাও বেশি।

Climate Change India Climate Summit
Advertisment