করোনাক্রান্তের জেলাওয়ারি হিসেব- আপনার জেলার কী অবস্থা, দেখে নিন

এই ৬২টি জেলায় ১৪ এপ্রিলের পরেও রোগ প্রতিরোধক বিধিনিষেধ জোরদার থাকবে বলেই মনে করা হচ্ছে।

এই ৬২টি জেলায় ১৪ এপ্রিলের পরেও রোগ প্রতিরোধক বিধিনিষেধ জোরদার থাকবে বলেই মনে করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লুধিয়ানার সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সামনে পুলিশ প্রহরা (ছবি- গুরমিত সিং)

করোনাক্রান্তের জেলাওয়ারি হিসেব- আপনার জেলার কী অবস্থা, দেখে নিন

Advertisment

সোমবার ৬ এপ্রিল সকালে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সারা দেশে ৪০৬৭। সবচেয়ে বেশি ঘটনা মহারাষ্ট্রে (৬৯০)। এরপরেই রয়েছে তামিলনাড়ু (৫৭১) এবং দিল্লি (৫০৩)।

মোট ১০৯ জন এই রোগে মারা গিয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, অর্থাৎ রোগে মৃত্যুহার ২.৭। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে মহারাষ্ট্রে (৪৫)।

জেলাওয়ারি পরিসংখ্যান জরুরি, মোট ৮০ শতাংশ করোনা পজিটিভ ব্যক্তি দেশের ৬২টি জেলায় ছড়িয়ে রয়েছেন।

Advertisment

এই ৬২টি জেলায় ১৪ এপ্রিলের পরেও রোগ প্রতিরোধক বিধিনিষেধ জোরদার থাকবে বলেই মনে করা হচ্ছে।

District-wise Covid-19 case... by Express Web on Scribd

সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যার অর্থ নিশ্চিত রোগাক্রান্ত নয়- তার কারণ সর্বত্র একই রকম ভাবে টেস্ট করা হচ্ছে না।

ভারতে যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে না বলে সমালোচনা হচ্ছে, যদিও সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বলছে পর্যাপ্ত পরিমাণে টেস্ট করা হচ্ছে।

২ এপ্রিল থেকে ৪ এপ্রিলের মধ্যে টেস্টের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, ৫৮০০ থেকে তা বেড়ে হয়েছে ১০,০৩৪। রবিবার ৯৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, গত সপ্তাহের শেষ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৯,৫৩৪টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus