Advertisment

বর্ষাকালে করোনাভাইরাসের আচরণ

“করোনাভাইরাস বিভিন্ন মরশুমে কীভাবে কাজ করে তা জানতে বহু বছর লেগে যেতে পারে।” 

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus Behaviour in Monsoon

ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়ার মত বেশ কিছু রোগ বর্ষাকালে দেখা যায়

কয়েক মাস আগে নভেল করোনাভাইরাস মহামারী যখন ভারতে সবে ছড়াতে শুরু করেছে, তখন সকলেই আশা প্রকাশ করেছেন গ্রীষ্মের সময়ে ভাইরাসের ক্ষমতা কমে যাবে এবং সংক্রমণ কমবে। তা ঘটেনি। এবার বর্ষা শুরু হয়েছে, ভাইরাসের উপর এবং সংক্রমণের উপর বৃষ্টির প্রভাব নিয়ে আলোচনাও শুরু হয়েছে।

Advertisment

যেহেতু এটি একটি নতুন ভাইরাস, বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন বৃষ্টির প্রভাব ভাইরাসের উপর কী হবে। ফলে এ ধরনের ভাইরাস বর্ষাকালে কী ধরনের আচরণ করে থাকে একবার দেখে নেওয়া যাক।

এখনও অনেক কিছুই অজানা

ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়ার মত বেশ কিছু রোগ বর্ষাকালে দেখা যায়। কিছু গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত বৃষ্টিতে মশার জীবনচক্র ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের ডিম পাড়ার জায়গা ভেসে যায়।

আরও পড়ুন, আনলকিংয়ের দু সপ্তাহ পার, এখনও মানুষের আত্মবিশ্বাস ফেরেনি

কিন্তু এখানে তুলনা হবে ইনফ্লুয়েঞ্জার মত রোগের, যা কোভিড-১৯-এর মতই শ্বাসজনিত রোগ, যদিও এই দুই ভাইরাসের রেপ্লিকেট করার এবং মানবশরীরে প্রভাব ফেলার প্রকার ভিন্ন।

বর্তমানে বেলজিয়ামের আনটোয়ার্পের ইনস্টিট্যুট অফ ট্রপিকাল মেডিসিনের ডিরেক্টর ডক্টর মার্ক অ্যালেন উইডোসনের কথায় সমস্যা হল এমনকি ইনফ্লুয়েঞ্জা ও বেশ কিছু শ্বাসজনিত ভাইরাল রোগের ক্ষেত্রে তাদের মরশুমি আচরণ এখনও পুরোপুরি বুঝে ওঠা যায়নি।

আমেরিকার রোগ প্রতিরোধ ও নির্ণয় কেন্দ্রের প্রাক্তন এই ডিরেক্টর বলেন, “আমেরিকায় যেমন ফ্লুয়ের মরশুম বোঝা খুব মুশকিল। তাপমাত্রা বা বৃষ্টি, অথবা ঘরে থাকা, এসব কিছুর মাধ্যমেই নির্ণয়কারী প্রভাব বোঝা যায় না। সূর্যালোক বা মানুষের মধ্যে ভিটামিন ডি-এর মাত্রার মত বিষয়ও এ রোগ ছড়ানোর ব্যাপারে দায়ী। একই সঙ্গে সারফেস থেকে এ রোগ কতটা ছড়ায়, তাও বোঝা মুশকিল। অনেকেই মনে করেন সারফেস থেকে খুব সামান্য সংক্রমণ ঘটে থাকে। এবং বর্ষায় সময়ে ইনডোর সারফেসে তা প্রভাব ফেলেই না।”

ন্যাশনাল ইনস্টিট্যুট অফ ভাইরোলজির প্রাক্তন ডেপুটি ডিরেক্টর বলেন, “করোনাভাইরাস বিভিন্ন মরশুমে কীভাবে কাজ করে তা জানতে বহু বছর লেগে যেতে পারে।”

আরও পড়ুন, মেঘালয় কেন ধরে নিচ্ছে রাজ্যের সকলেই উপসর্গবিহীন বাহক?

বিভিন্ন মরশুমে মানুষের আচরণ

মুম্বইয়ের সেন্টার ফর এক্সেলেন্স ইন বেসিক সায়েন্সেসের বিজ্ঞানী ডক্টর শুভজিৎ সেন বলেন ভাইরাল রোগ ছড়ানো তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে - পরিবেশের মরশুমি বদল (তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যালোক), মানুষের আচরণ বিন্যাস এবং ভাইরাসের চরিত্র।

তিনি বলেন, বর্ষাকালের কিছু বিষয় থাকে যা এ ধরনের রোগ ছড়ানোর উপর প্রভাব ফেলতে পারে।

যেমন, “রাস্তায় থুথু ফেলা একটা সাধারণ সমস্যা যার মাধ্যমে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। বৃষ্টিতে এই সব ময়লা ধুয়ে যাবে বলে আশা করা যায়।” একই সঙ্গে বর্ষায় মানুষ বেশিক্ষণ বাড়ি বা অফিসের বন্ধ স্থানে থাকেন, ফলে ভিড়ের পরিমাণও কমে।

coronavirus monsoon
Advertisment