/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/corona-chicken.jpg)
গুজব ও সোশাল মিডিয়ার ভুয়ো খবরের ভিত্তিতে অনেকে চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছেন
চিকেন খাওয়া সম্পূর্ণ নিরাপদ। এখনও পর্যন্ত রান্না করা কোনও পাখি বা পশুর মাংসের সঙ্গে করোনাভাইরাস সংক্রমণের কোনও যোগাযোগ ধরা পড়েনি।
করোনাভাইরাসের আগে ভারতে মহামারীর খতিয়ান
SARS-CoV-2 ভাইরাস ছড়াচ্ছে কোনও সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশি থেকে নির্গত তরলের কণার মাধ্যমে, অথবা যদি সংক্রমিত কোনও কিছু স্পর্শ করার পর মুখ, হাত বা নাকে আপনি হাত দেন তাহলে।
এ কারণেই সরকার ও পৃথিবীব্যাপী বিশেষজ্ঞরা মানুষকে বলছেন ভিড় এলাকা এড়িয়ে চলতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, সাবান ও জল দিয়ে পুরো হাত বারবার ধুতে এবং যতটা সম্ভব মুখে হাত দেওয়া এড়াতে।
বহু ভারতীয়রাই চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছেন, সৌজন্য- গুজব ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর। এর ফলে চিকেনের দাম কমেছে, পোলট্রি শিল্প ব্যাপক ক্ষতির মুখে। মৎস্য ও পশুপালন মন্ত্রী গিরিরাজ সিং স্পষ্ট জানিয়েছেন মাংস ও পোলট্রিজাত দ্রব্য সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেছেন, গুজবের জেরে এ ব্যবসায় জড়িত হাজার হাার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি মানুষের কাছে অনুরোধ করছি গুজবে কান না দিতে।