করোনা হিসেব- নতুন সংক্রমণের সংখ্যা কমছে

মধ্যপ্রাচ্য থেকে বিশেষ বিমানে যাঁদের কেরালায় ফিরিয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে দুজনের করোনা সংক্রমণ ধরা পড়ায় রাজ্যে নতুন করে প্রকোপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে বিশেষ বিমানে যাঁদের কেরালায় ফিরিয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে দুজনের করোনা সংক্রমণ ধরা পড়ায় রাজ্যে নতুন করে প্রকোপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona number dripping

শনিবার সারা দেশে সংক্রমিতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

শনিবার নিয়ে পর পর তিনদিন ভারতে করোনাভাইরাস সংক্রমিতের সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য হলেও কমেছে। বৃহস্পতিবার, সারা দেশে ৩৩৫৫ জনের সংক্রমণ ধরা পড়ে যা একদিন আগের ৩৫৩০ থেকে কম। শুক্রবার সংখ্যাটা ছিল ৩৩৪০, এবং শনিবার ৩০৮৩।

Advertisment

মার্চ মাসে করোনাসংক্রমণ দেখা দেওয়ার পর থেকে এই প্রথম বার পরপর তিনদিন নতুন সংক্রমিতের সংখ্যা কমল। কিন্তু এই সংখ্যাতত্ত্বের মধ্যে আরেকটা বিষয়ও রয়েছে, যাতে অবদান রয়েছে দিল্লি সরকারের। দিল্লি সরকার কোভিড বুলেটিনের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এবং শনিবার তারা অর্ধেক দিনের সংখ্যা দিয়েছে।

রাজ্যমোট সংক্রমণনতুন সংক্রমণমৃত্যু
মহারাষ্ট্র২০২২৮১১৬৫৭৭৯
গুজরাট৭৭৯৭৩৯৪৪৭২
দিল্লি৬৫৪২২২৪৬৮
তামিলনাড়ু৬৫৩৫৫২৬৪৪
রাজস্থান৩৬০৩১২৯১০৬
মধ্যপ্রদেশ৩৪৫৭১১৬২১১
উত্তর প্রদেশ৩৩৭৩১৫৯৭৪
অন্ধ্রপ্রদেশ১৯৩০৪৩৪৫
পশ্চিমবঙ্গ১৭৮৬১০৮১৭১
পাঞ্জাব১৭৬২৩১৩১
Advertisment

দিল্লি সরকার জানিয়েছে তারা এবার থেকে মধ্যরাত থেকে মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান প্রকাশ করবে এবং বিকেল চারটে পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান সন্ধেবেলায় আর প্রকাশ করা হবে না। শনিবার তারা বিকেল চারটে থেকে শুক্র-শনির মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে, শনিবার সম্পর্কিত কোনও তথ্য নেই।দিল্লিতে এই সময়ে ২২৪ জনের সংক্রমণ ধরা পড়েছে যা এতদিন দিল্লির দৈনিক ৩০০-৪০০ সংক্রমণের চেয়ে কম। দিল্লিতে এখন সংক্রমিতের সংখ্যা ৬৫৪২।

শনিবার সারা দেশে সংক্রমিতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এতদিনে মোট সংক্রমিতের সংখ্যা ৬২৬৪৭, এঁদের মধ্যে ১৯৩৫৭ জন সুস্থ হয়েছেন। দেশের মৃত্যুর সংখ্যা ২১০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন, কোভিড ১৯ ভ্যাকসিন- করোনাভাইরাস থেকে মুক্তির সন্ধানপ্রক্রিয়া

দিল্লিতে মৃত্যুর সংখ্যা নিয়েও সংশয় দেখা দিয়েছে। মাত্র পাঁচটি হাসপাতাল থেকে ১১৬ জনের মৃত্যুর খবর এলেও সরকারি বুলেটিনে সে সংখ্যা দেখানো হয়েছে ৬৮। শনিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন হাসপাতালগুলি সরকারকে যথার্থ সংখ্যা জানাচ্ছে না বলেও এমন হতে পারে।

মধ্যপ্রাচ্য থেকে বিশেষ বিমানে যাঁদের কেরালায় ফিরিয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে দুজনের করোনা সংক্রমণ ধরা পড়ায় রাজ্যে নতুন করে প্রকোপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ রাজ্য সংক্রমণ ছড়ানোর ব্যাপারে শক্ত হাতে হাল ধরেছে, কোনও দিনই সংখ্যা এক অঙ্ক ছাড়াচ্ছে না, কোনও কোনও দিন নতুন সংক্রমণের সংখ্যা শূন্যও হচ্ছে।

মহারাষ্ট্রে শনিবার মোট সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। রাজ্যে মৃত্যু হয়েছে ৪৮ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus