দেশের যে জনসংখ্যা আর করোনার যা দাপট ছিল সেখানে আক্রান্তের সংখ্যা যে পাল্লা দিয়ে বাড়বে এটা জানাই ছিল। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়েছেন মোট ৪১ লক্ষ ১৩ হাজার জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে যে তথ্য আছে সেখানে দেখা গিয়েছে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৪১ হাজার। অর্থাৎ করোনায় এবার ব্রাজিলকেও টপকে গেল ভারত। এখন সামনে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেশে আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষেরও বেশি। ভারতের থেকে যদিও সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে আমেরিকা।
তবে শুধু দ্বিতীয় স্থানের রেকর্ডই নয় শনিবার একদিনের আক্রান্তেও বিশ্বে কার্যত রেকর্ড করেছে দেশ। গত ২৪ ঘন্টায় ৯০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের সংখ্যায় কোনও দেশই ৭৫ হাজারের সংখ্যা অতিক্রম করেনি। তবে শনিবার সেই রেকর্ডই তৈরি করল ভারত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/corona2.jpg)
ব্রাজিলে গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যায় কিছুটা কমেছে। ২০ হাজারে নেমে এসেছে সেই সংখ্যা। আমেরিকায় দৈনিক আক্রান্তের সংখ্যা থাকছে ৪০ হাজার থেকে ৫০ হাজার। চিন্তা বৃদ্ধি করছে একটি বিষয় তা হল ভারতের বৃদ্ধি পেয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে আক্রান্তের নিরিখে প্রথম স্থান দখল করতে পারে ভারত।
গত ১১ দিনে ফের কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশে। তবে দেশে করোনা পরীক্ষার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দৈনিক ৪ থেকে ৫ লক্ষ কোভিড পরীক্ষা হচ্ছে। আমেরিকা বাদে কোনও দেশেই এই সংখ্যায় পরীক্ষা হয়নি। মাঝে বেশ কয়েকদিন বৃদ্ধির হার কিছুটা স্তিমিত হলেও অগাস্টের শেষ থেকে ফের মাথা চাড়া দিয়েছে করোনা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/corona1.jpg)
এখনও দেশে সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। এরপরই রয়েছে দক্ষিণের তিন রাজ্যে- অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্নাটক। কিছুটা স্বস্তিতে বাংলা। শনিবারে রাজ্যে বেড়েছে সুস্থতার হার। তবে চিন্তা বাড়িয়েছে দেশে করোনায় মৃত্যু বৃদ্ধির মতো ঘটনা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন