/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/baby1.jpg)
প্রতীকী ছবি
সদ্যজাত শিশুদের ক্ষেত্রে মা যদি করোনা সংক্রমিত হয় তবে তা কতটা মারাত্মক হতে পারে? মাতৃদুগ্ধের মাধ্যমে কি শিশুর শরীরে করোনা সংক্রামিত হতে পারে? সম্প্রতি এ বিষয়ে যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সেই তথ্য বলছে না, সংক্রমণ হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরীক্ষা হয়েছে। সেখানে ৬৪টি নমুনা নেওয়া হয়েছিল। ১৮ জনে মহিলার উপর এই পরীক্ষা করা হয় যারা প্রত্যেকেই করোনা পজিটিভ এবং সদ্যজাতের মা। সেখানে একটি মাত্র নমুনায় এই সারস-কোভ ভাইরাসের ভাইরাল আরএনএ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন, ভারতে করোনা ভ্যাকসিন প্রয়োগে কারা অগ্রাধিকার পাবেন? কেন?
পরবর্তীতে সেই নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে সেই ভাইরাস কিন্তু আর ভাইরাস উৎপাদন করতে অক্ষম। তাই মাতৃদুগ্ধের মাধ্যমে করোনা পজিটিভ মায়ের দেহ থেকে ভাইরাস শিশুর দেহে যাওয়ার কোনও প্রমাণ নেই।
আরও পড়ুন, অজান্তেই করোনা সংক্রমণের কারণ হয়ে উঠছে বাচ্চারা, প্রমাণ দিলেন গবেষকরা
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের সহ-প্রধান এবং মম্মিস মিল্ক হিউম্যান মিল্ক রিসার্চ বায়োরেসপোজিটরি সংস্থার ডিরেক্টর ক্রিস্টিনা চেম্বার্স বলেন, "যে ভাইরাল আরএনএ পাওয়া গিয়েছে তার সঙ্গে সংক্রমণের কোনও যোগ পাওয়া যায়নি। সাধারণত করোনা ভাইরাসের ভাইরাল আরএনএ দেহে ঢুকে একাধিক ভাইরাস তৈরি করে ফেলে। কিন্তু আমাদের যে নমুনা ছিল সেখানে তা দেখা যায়নি। আমাদের পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত আসতে পেরেছি যে শিশুদের দেহে করোনা সংক্রমণের ক্ষেত্রে মাতৃদুগ্ধ দায়ী নয়।"
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন