Advertisment

Credit Card: ক্রেডিট কার্ড নিয়ে বিরাট নির্দেশ রিজার্ভ ব্যাংকের! এবার কী করবেন গ্রাহকরা?

RBI new direction: গত বছরের জুলাইয়ে রিজার্ভ ব্যাংক ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ইস্যু করা নিয়ে একটি খসড়া সার্কুলার প্রকাশ করে। এরপর ৬ মার্চ, এব্যাপারে চূড়ান্ত নির্দেশনামা জারি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Credit Cards, RBI

Credit Cards-RBI: ভারতে পাঁচটি অনুমোদিত কার্ড নেটওয়ার্ক আছে। (Pixabay-এর মাধ্যমে ছবি)

RBI new direction on credit card: বর্তমান সমাজে ক্রেডিট কার্ডের ব্যবহার সর্বত্র। নানা সংস্থার ক্রেডিট কার্ড আছে। গ্রাহক কোনটা চান, সেটা বেছে নেওয়ার ক্ষমতা তাঁর থাকা উচিত। গ্রাহকদের হাতে সেই ক্ষমতা কার্ড ইস্যুকারী সংস্থাগুলোকে দিতেই হবে। একথা স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)। শুধু জানানোই নয়। এই মর্মে ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থাগুলোকে রিজার্ভ ব্যাংক নির্দেশও দিয়েছে। এই নির্দেশে, সংস্থাগুলোর ক্রেডিট কার্ড ইস্যুর একচেটিয়া কারবার ধাক্কা খেল। রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ গ্রাহকদের জন্যও উপকারী। কারণ, এই নির্দেশের ফলে গ্রাহকরা একাধিক কার্ড নেটওয়ার্ক থেকে পছন্দসই সংস্থার ক্রেডিট কার্ড বেছে নেওয়ার স্বাধীনতা পেলেন।

Advertisment
  • গত জুলাইয়ে খসড়া সার্কুলার বেরিয়েছিল।
  • ৬ মার্চ নতুন নির্দেশনামা জারি করা হয়েছে।
  • গ্রাহকদের বঞ্চনা রুখতেই পদক্ষেপ আরবিআইয়ের।

ঘোষণার কি অন্তর্ভুক্ত?

আরবিআই ব্যাঙ্কিং এবং নন-ব্যাঙ্কিং সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে, তাদের ক্রেডিট কার্ড না-নিলে নির্দিষ্ট পরিষেবা পাওয়া যাবে না, এমন শর্ত গ্রাহকদের ওপর সংস্থাগুলো চাপিয়ে দিতে পারবে না। কোন গ্রাহক, কোন সংস্থার ক্রেডিট কার্ড বেছে নেবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। ছয় মাসের মধ্যে এই নতুন নিয়ম সংস্থাগুলোকে লাগু করতে হবে। ক্রেডিট কার্ড ইস্যুকারী সংস্থাগুলোকে সেই নির্দেশও দিয়েছে আরবিআই।

কেন নতুন নির্দেশ জারি করা হয়েছে?

ভারতে পাঁচটি অনুমোদিত ক্রেডিট কার্ড নেটওয়ার্ক আছে। সেগুলো হল: American Express Banking Corp, Diners Club International Ltd, MasterCard Asia/ Pacific Pte Ltd, National Payments Corporation of India – Rupay, এবং Visa Worldwide Pte Ltd- এই অনুমোদিত কার্ড নেটওয়ার্কগুলো ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কগুলোর সঙ্গে চুক্তি করে। একজন গ্রাহককে কোন কার্ড ইস্যু করা হবে, তা কার্ড প্রদানকারীরা সিদ্ধান্ত নেন। এজন্য কার্ড নেটওয়ার্ক এবং কার্ড ইস্যুকারী সংস্থাগুলোর দ্বিপাক্ষিক চুক্তিই দায়ী। আরবিআই দেখেছে, এর সঙ্গে গ্রাহকের পছন্দের কোনও যোগসূত্রই নেই। সেই কারণেই গত বছরের জুলাইয়ে রিজার্ভ ব্যাংক ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ইস্যু করা নিয়ে একটি খসড়া সার্কুলার প্রকাশ করে। এরপর ৬ মার্চ, এব্যাপারে চূড়ান্ত নির্দেশনামা জারি করা হয়েছে।

আরও পড়ুন- বিপুল কর্মসংস্থান, মোটা মাইনে! সুযোগ পেলেই এদেশে ছুটছেন ভারতীয়রা

নতুন নিয়ম গ্রাহকরা কীভাবে উপকৃত হবেন?

নতুন নির্দেশাবলির ফলে, গ্রাহকরা একাধিক কার্ড নেটওয়ার্কের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন। ব্যাংক এবং নন-ব্যাংকগুলো গ্রাহকদের নির্দিষ্ট কার্ড নিতে বাধ্য করতে পারবে না। এই পদক্ষেপ কার্ড নেটওয়ার্ক সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে। যার জেরে কার্ড নেটওয়ার্ক সংস্থাগুলো আরও আকর্ষণীয় বৈশিষ্ট্য-সহ কার্ড ইস্যু করবে। আরবিআই জানিয়ে দিয়েছে, ক্রেডিট কার্ডগুলো পুনর্নবীকরণ করার সময় গ্রাহকরা পছন্দসই কার্ড বেছে নেওয়ার সুযোগ পাবেন। তার আগে পর্যন্ত তাঁদের বর্তমান কার্ডগুলোই ব্যবহার করতে হবে।

RBI CIRCULAR Credit Card
Advertisment