২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সাইবার ক্রাইমের নাটকীয় বৃদ্ধি ঘটেছে। ২০১৭ সালে প্রতি পাঁচটির মধ্যে সংঘটিত একটি সাইবার ক্রাইম ঘটেছে মহিলাদের বিরুদ্ধে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র তথ্য থেকে এ কথা জানা গিয়েছে।
২০১৭ সালে মোট ২১, ৭৯৬ টি সাইবার ক্রাইম সংঘটিত হয়েছে। যা আগের বছরের (১২৩১৭) থেকে ৭৭ শতাংশ বেশি। ২০১৫ সালে এই সংখ্যা ছিল ১১৫৯২। অর্থাৎ ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সাইবার ক্রাইম বেড়েছিল ৬ শতাংশ।
২০১৭ সালে যে সাইবার ক্রাইমগুলি সংঘটিত হয়েছে, তার অর্ধেকের বেশি জালিয়াতির কারণে। এনসিআরবি-র রিপোর্টে বলা হয়েছে, "২০১৭ সালে সংঘটিত সাইবার ক্রাইমের মধ্যে ৫৬ শতাংশ অপরাধের উদ্দেশ্য ছিল জালিয়াতি (২১৭৯৬ টির মধ্যে ১২,২১৩টি)। সাইবার অপরাধে দ্বিতীয় মোটিভ যৌন নিগ্রহ (১৪৬০টি মামলা, মোট ৬.৭ শতাংশ), এবং দুর্নাম করার জন্য ৪.৬ শতাংশ (১০০২ টি মামলা)"।
আরও পড়ুন, ক্রাইম ব্যুরোর রেকর্ডে প্রকাশ করা হল না গণপিটুনি বা ধর্মীয় হত্যার পরিসংখ্যান
সাইবার ক্রাইমের ২০৬টি মামলা দেশে ঘৃণা ছড়ানোর জন্য রুজু হয়েছে, ১৩৯ মামলা রুজু হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধের জন্য। ১১০টি সাইবার অপরাধ সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত।
দেশ জুড়ে সাইবার অপরাধের হার - অর্থাৎ প্রতি ১ লক্ষ মানুষে সাইবার অপরাধ ২০১৭ সালে সংঘটিত হয়েছে ১,৭টি। প্রতি ১ লক্ষ মানুষে সবচেয়ে বেশি সাইবার অপরাধ সংঘটিত হয়েছে কর্নাটকে (৫টি), এরপরেই রয়েছে তেলেঙ্গানা, প্রতি ১ লক্ষে ৩.৩টি, এবং মহারাষ্ট্র (৩টি) ও উত্তর প্রদেশে (২.২টি)।
সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ রাজ্য উত্তর প্রদেশে সাইবার অপরাধ সংঘটিত হয়েছে সবচেয়ে বেশি (৪৯৭১টি)। রাজ্যভিত্তিক হিসেবে এর পরেই রয়েছে মহারাষ্ট্র (৩৬০৪) এবং কর্নাটক (৩১৭৪)। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ২০১৭ সালে সবচেয়ে বেশি সাইবার অপরাধ সংঘটিত হয়েছে দিল্লিতে (১৬২)।
আরও পড়ুন, বিশ্বাসযোগ্য না হওয়ায় অপ্রকাশিত ক্রাইম রেকর্ড ব্যুরোর ২৫ বিভাগের তথ্য, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
২০১৭ সালে ২১,৭৯৬টি সাইবার অপরাধের ১৯.৫ শতাংশ, অর্থাৎ ৪২৪২টি সংঘটিত হয়েছে মহিলাদের বিরুদ্ধে এবং ৮৮টি শিশুদের বিরুদ্ধে। মহিলাদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধের মধ্যে রয়েছে ব্ল্যাকমেল অথবা হুমকি, সাইবার পর্নোগ্রাফি অথবা অশ্লীল যৌন উপাদান প্রকাশ, মহিলাদের সাইবার স্টকিং অথবা সাইবার বুলিয়িং, মানহানি ইত্যাদি।
শিশুদের বিরুদ্ধে অপরাধের মধ্যে রয়েছে অনলাইন গেমসের মাধ্যমে সংঘটিত ইন্টারনেট অপরাধ ইত্যাদি। এই প্রথম মহিলা ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধের তথ্য সংকলিত করে প্রকাশ করল এনসিআরবি।
২০১৭ সালে সাইবার অপরাধের ঘটনায় ১১,৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮৩০৬ জনকে চারজশিট দেওযা হয়েছে এবং মাত্র ১৬২ জনের সাজা হয়েছে।
Read the Full Story in English