Advertisment

Deputy Speaker: স্পিকার পদের লড়াইয়ে হার! ডেপুটির চেয়ারের জন্য কেন এত মরিয়া বিরোধীরা?

Opposition & Deputy Speaker: ডেপুটি স্পিকার, এই সাংবিধানিক পদটি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শূন্য ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Loksabha, Deputy Speaker, লোকসভা, ডেপুটি স্পিকার

Loksabha-Deputy Speaker: স্পিকার আসনেও বিরোধীরা প্রার্থী দিয়েছিল। (ছবি- এক্সপ্রেস)

Deputy Speakers role and Opposition MP: গতবারের পর এবার, ফের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। বুধবার লোকসভার অভিবেশন শুরু পরেই যে কয়েকজন সাংসদ শপথ নেননি তাঁরা শপথ নেন। এরপর প্রোটেম স্পিকার দুই পক্ষের স্পিকার পদের প্রস্তাবকদের নাম ধরে ডাকেন। শাসক পক্ষ ওম বিড়লা এবং বিরোধীপক্ষ কে সুরেশের নাম প্রস্তাব করে। এরপর ধ্বনি ভোটে ফের স্পিকার পদে নির্বাচিত হন রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা।

Advertisment

আসন ফাঁকা ছিল
ডেপুটি স্পিকার, এই সাংবিধানিক পদটি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শূন্য ছিল। ১৭তম লোকসভার (২০১৯-২৪) আগে ১৬তম লোকসভায় (২০১৪-১৯) বিজেপির মিত্র, এআইএডিএমকের এম থামবিদুরাই ডেপুটি স্পিকার ছিলেন। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী, হাউসে স্পিকারের পদ শূন্য থাকলে ডেপুটি স্পিকারই স্পিকারের দায়িত্ব পালন করেন। হাউসে সভাপতিত্ব করার সময় ডেপুটি স্পিকারের ক্ষমতা স্পিকারের মতই থাকে। বিধিতে বলা আছে, 'স্পিকার'-এর যাবতীয় ক্ষমতা কক্ষের সভাপতিত্ব করার সময় ডেপুটি স্পিকারের থাকবে।

সরকার এড়ানোর চেষ্টা করে
আর, এই কারণেই আইনে বলা আছে যে, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে 'যত তাড়াতাড়ি সম্ভব' নিয়োগ করতে হবে। অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী, 'জনপ্রতিনিধিসভা, যত তাড়াতাড়ি সম্ভব, সংসদের দুই সদস্যকে যথাক্রমে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে বেছে নেবে।' সংবিধানে ডেপুটি স্পিকার পদ থাকা কি বাধ্যতামূলক? সংবিধানে নিয়োগের সময়সীমা নির্দিষ্ট করা নেই। আইনের এই ফাঁকে সরকার ডেপুটি স্পিকার নিয়োগে বিলম্ব করে বা এড়ানোর চেষ্টা করতে পারে।

ডেপুটি স্পিকার নির্বাচনের সময়
নিয়ম অনুযায়ী, স্পিকার অথবা ডেপুটি স্পিকার লোকসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবেন। সাধারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতি এবং ভোটের মাধ্যমে তাঁদের নির্বাচিত হওয়ার কথা। বলতে গেলে লোকসভা এবং বিধানসভা, উভয় ক্ষেত্রেই নতুন হাউসের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন করা হয়। সেটা অধিবেশনের তৃতীয় দিনে। প্রথম দুই দিনে শপথ গ্রহণের পর স্পিকার নির্বাচন হয়। নতুন লোকসভা বা বিধানসভার প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হওয়ার কোনও বাধা না থাকলেও ডেপুটি স্পিকার নির্বাচন সাধারণত দ্বিতীয় অধিবেশনে হয়। তবে ডেপুটি স্পিকার নির্বাচন সাধারণত দ্বিতীয় অধিবেশনের চেয়ে বেশি দেরিতে হয় না। যদি না কোনও প্রতিবন্ধকতা থাকে।

আরও পড়ুন- চলত জোর করে বন্ধ্যাত্মকরণের চেষ্টা! জরুরি অবস্থার নাম শুনলে আজও শিউরে ওঠেন অনেকেই

ডেপুটি স্পিকারের মেয়াদ
লোকসভায়, ডেপুটি স্পিকার নির্বাচন লোকসভার কার্যপ্রণালী এবং কার্য পরিচালনা নিয়মের ৮ম বিধি দ্বারা পরিচালিত হয়। বিধি ৮ অনুযায়ী, 'স্পিকার যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।' নির্বাচনের আগে ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করা হয়। একবার নির্বাচিত হলে, ডেপুটি স্পিকার সাধারণত লোকসভা ভেঙে না দেওয়া পর্যন্ত পদে বহাল থাকেন।

Oppositions Loksabha loksabha election 2024 opposition india alliance
Advertisment