Advertisment

Explained: এই কারণেই কি অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত, কেন উঠছে এই প্রশ্ন?

পালটা প্রশ্নও উঠছে।

author-image
IE Bangla Web Desk
New Update
হোয়াটসঅ্যাপ ইমেজ 2023-11-20 12.15.21 AM

অস্ট্রেলিয়া দলের উচ্ছ্বাস।

রবিবার ম্যাচ শেষের পর, বিভিন্ন ধারাভাষ্যকার এই ফলাফলের জন্য 'গড় আইন'-কে দায়ী করেছেন। ভারত যখন লিগ পর্বে খেলছে, অনেকে দাবি করেছিলেন যে নক-আউটে সব ম্যাচ জয়ের বদলে ভারত একটি ম্যাচ হারলেই বরং ভালো হত। সেক্ষেত্রে মাত্র দুটি ম্যাচ- সেমি ফাইনাল এবং ফাইনালে ইন্ডিয়া টিম জিতলেই ছিল যথেষ্ট। ধারাভাষ্যকারদের এই বক্তব্যের কারণ, তথাকথিত 'গড় আইন'।

Advertisment

সহজভাবে বলতে গেল, কোনও দল চিরকাল জিততে পারে না। তাই সময় থাকতেই ভারত একটি ম্যাচ হারলে ভালো হত। সেই কারণে বিশেষজ্ঞরা চেয়েছিলেন, ভারত যাতে লিগ পর্বে অন্তত একটি ম্যাচে হারে। তাতে তার নক-আউট পর্যায়ে সম্ভাবনা নষ্ট না-হওয়ার চান্স বেশি পরিমাণে থাকত বলেই বিশেষজ্ঞদের ধারণা।

কেন চিন্তিত হয়ে পড়েছিলেন বিশেষজ্ঞরা?
সেই কারণেই, ভারত যখন ৯টি ম্যাচের মধ্যে ৯টি-তেই নিখুঁত জয়ের রেকর্ড নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল, তখনই চিন্তিত হয়ে উঠেছিলেন বিশেষজ্ঞরা। ভারত যখন সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ১০-০ করে, তখন তাঁদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। যদিও ভারত প্রতিটি দলকে বেশ ব্যাপকভাবে পরাজিত করেছে। চমকপ্রদ ফলাফল করেছে। ব্যাপক অগ্রগতি করেছে। সেই সময় প্রাক্তন খেলোয়াড় এবং ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে কেউই দলের প্রকৃত দুর্বলতা খুঁজে পেতে সক্ষম হননি। তবে সবসময়ই বিশেষজ্ঞদের মধ্যে একটি অস্বস্তি এবং সন্দেহ ছিল। তা হল, ভারত শুধু 'গড় আইন'-এর কারণেই ফাইনালে হারতে পারে।

আরও পড়ুন- ‘হালাল’ কী, এর আবার সার্টিফিকেট কীসের, কারা দেয়?

তাহলে, গড় আইনের কারণে ভারত কি ফাইনালে হেরেছে?
সংক্ষিপ্ত উত্তর হল 'না'। এর সহজ কারণ, বিভিন্ন সময় পরিসংখ্যান 'গড় আইন' মানেনি। আপনি যদি এই 'গড় আইন'-এর তত্ত্বে বিশ্বাস না-করেন, তবে পরিসংখ্যানের যে কোনও তালিকা সংগ্রহ করুন। নিজেই বিষয়টি দেখে নিন। পরিসংখ্যান বলে, যদি সত্যিই এমন একটি 'আইন' থাকত, তাহলে হয়তো এটাও ব্যাখ্যা করত যে কেন সমর্থকরা ১০টি ম্যাচে জয়ের পরেও ভারতকে ধিক্কার দিচ্ছেন! অস্ট্রেলিয়াকে ধিক্কার দিচ্ছেন না।

অথচ, অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে মাত্র ৮টি ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেছিল। আবার, ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ১১টি ম্যাচের ১১টিতেই জিতেছিল। তখন কেন 'গড় আইন'-এর নিয়ম কাজ করল না? এমনটাই প্রশ্ন তুলছেন অনেক বিশেষজ্ঞ। যাঁরা গড়ের আইনে বিশ্বাস করেন, তাঁদের যেমন উত্তর খোঁজা উচিত, কেন ১৯৯২ সাল থেকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে পাকিস্তান ভারতের কাছে হেরেছে? কেন কিছু বিশ্বমানের ব্যাটসম্যান এক নির্দিষ্ট বোলারের কাছেই বারবার আউট হন? ক্রিকেটীয় ভাষায় বলতে গেলে, ওই ব্যাটসম্যান সংশ্লিষ্ট বোলারের 'খরগোশ'।

cricket Cricket World Cup Australia ICC Cricket World Cup Indian Cricket Team Australia Cricket Team
Advertisment