Advertisment

Opposition's postal ballot concern: গণনার নিয়ম বদল কমিশনের, বিরাট আশঙ্কায় বিরোধীরা! কমিশন কর্তাদের কাছে দরবার

Rule change: মঙ্গলবার, ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা। তার ঠিক আগেই বিরোধী 'ভারত জোট' নির্বাচন কমিশনের দ্বারস্থ হল।

author-image
IE Bangla Web Desk
New Update
Opposition Leaders, India Bloc, বিরোধী নেতৃত্ব, ইন্ডিয়া জোট

Opposition Leaders-India Bloc: কমিশনের দফতরে দরবার ইন্ডিয়া জোট নেতৃত্বের। (অভিনব সাহার এক্সপ্রেস ফোটো)

Election Commission rule change in 2019: পোস্টাল ব্যালট নিয়ে নিয়ম বদলেছে নির্বাচন কমিশন। তাতে উদ্বিগ্ন বিরোধীরা। ২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত, পোস্টাল ব্যালটের গণনা প্রথমে হত। তার ৩০ মিনিট পরে ইভিএম গণনা শুরু হত। ইভিএম গণনা শেষ হওয়ার আগেই সমস্ত পোস্টাল ব্যালট গণনা হয়ে যেত। এবার ৪ জুন, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট গণনা। তার ঠিক আগে বিরোধী, 'ভারত জোট' সেই নিয়ম ফিরিয়ে আনার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল। বিরোধীদের দাবি, ইভিএম গণনার আগেই যাবতীয় পোস্টাল ব্যালটের গণনা শেষ করতে হবে। আর, হাতে বেশি সময় নেই। তাই অবিলম্বে এনিয়ে রিটার্নিং অফিসারদের নির্দেশ দিক কমিশন। এমনটাই দাবি তুলেছেন বিরোধী দলগুলোর নেতারা।

Advertisment

কমিশনের আগের এবং নতুন নিয়ম
এই ব্যাপারে বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছেন, গণনার নতুন নিয়ম প্রত্যাহার করতে হবে। নির্বাচন পরিচালনা বিধি, ১৯৬১-এর বিধি ৫৪এ অনুযায়ী গণনা পরিচালনা করতে হবে। কারণ, সেই আইনে বলা আছে, 'রিটার্নিং অফিসার প্রথমে পোস্টাল ব্যালট পেপারগুলো গণনা করবেন। কোনও অবস্থাতেই, পোস্টাল ব্যালট গণনা চূড়ান্ত করার আগে ইভিএম গণনার ব্যবস্থা করবেন না।' ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাউন্টিং এজেন্টদের দেওয়া নির্বাচন কমিশনের হ্যান্ডবুকও একই কথা বলছে। সেই নিয়মটাই এখন পালটে দিয়েছে নির্বাচন কমিশন। এখন, ইভিএম গণনার ৩০ মিনিট বা আধঘণ্টা আগে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়। কিন্তু, ইভিএম গণনার আগে পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে, তেমন কোনও বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুন- দেবেগৌড়ার নাতির যৌনক্ষমতা পরীক্ষা! বাঁচানোর কোনও ছক নাকি?

কমিশনের নিয়ম বদলের যুক্তি
২০১৯ সালের নির্বাচনের পরে, নির্বাচন কমিশন তার নির্দেশিকাগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। কারণ, পোস্টাল ব্যালটের সংখ্যা বেড়েছে। ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম (ইটিপিবিএস) চালু হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের পাঁচটি এলোমেলোভাবে নির্বাচিত ভোটকেন্দ্রের ভিভিপিএটি স্লিপগুলোর বাধ্যতামূলক গণনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তারপরই পোস্টাল ব্যালটের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তারই জেরে ২০১৯ সালের ১৮ মে নতুন নির্দেশনামা জারি করেছে নির্বাচন সদন। তাতে বলা হয়েছে, ইভিএম গণনার সঙ্গে পোস্টাল ব্যালটের গণনাও চলবে। ইভিএম গণনা শেষ হলে, ভিভিপিএটি স্লিপের গণনা শুরু হবে। এতেই শেষ নয়। পোস্টাল ব্যালটের বাধ্যতামূলক পুনরায় গণনার নিয়মও বদলেছে কমিশন। আগে পোস্টাল ব্যালটের মোট সংখ্যার চেয়ে জয়ের ব্যবধান কম হলে, পোস্টাল ব্যালট ফের গণনা করা হত। নতুন নিয়মে পোস্টাল ব্যালটের সংখ্যার চেয়ে জয়ের ব্যবধান কম হলে, যেগুলো গণনার সময় অবৈধ বলে বাতিল করা হয়েছে, সেই পোস্টাল ব্যালটগুলোই ফের যাচাই করা হবে।

election commission Ballot Box opposition india alliance evm loksabha election 2024 Election
Advertisment