New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/Modi_Foxconn.jpg)
তাইওয়ানের সংস্থা ফক্সকন সোমবার (১০ জুলাই) বেদান্ত গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগ থেকে সরে এসেছে। যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিপমেকিং পরিকল্পনার ওপর এক বড় আঘাত। বেদান্ত এবং ফক্সকনের মধ্যে মোট ১৯.৫ বিলিয়ন মার্কিন ডলার যৌথ উদ্যোগের স্বাক্ষর হয়েছিল।
Advertisment
আরও পড়ুন- ব্যাপকহারে বর্ষণের জের, ২০১৩ থেকেই বন্যা দেখছে ভারত, শিক্ষা নেওয়া হয়নি তারপরও!
ঘটনা পরস্পরাগুলো একনজরে দেখে নেওয়া যাক:-
- ১৪ ফেব্রুয়ারি, ২০২২: ফক্সকন বেদান্তের সঙ্গে ভারতে সেমিকন্ডাক্টর তৈরির ব্যবসায় বৈচিত্র্য আনতে অংশীদারিত্বের চুক্তি করেছিল। ফক্সকনের দাবি ছিল, এটি 'ভারতে ইলেকট্রনিক্সের গার্হস্থ্য প্রয়োজন মেটাতে বড় ভূমিকা নেবে।'
- ১৩ সেপ্টেম্বর, ২০২২: বেদান্ত এবং ফক্সকন সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে উত্পাদন কারখানা করার জন্য ১৯.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছিল। এই কারখানা তৈরির জন্য তারা মোদীর রাজ্য গুজরাটকেই বেছে নিয়েছিল।
- ১৪ সেপ্টেম্বর, ২০২২: বেদান্তের অনিল আগরওয়াল বলেছিলেন যে ভারতীয় ধাতু-থেকে-তেল, যৌথ উদ্যোগের ক্ষেত্রে কোনওরকম আর্থিক সমস্যা হবে বলে তাঁরা মনে করছেন না।
- ১৯ মে, ২০২৩: তথ্যপ্রযুক্তি দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রশেখর রয়টার্সকে জানান যে একটি প্রযুক্তি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের গাঁটছড়া বাঁধার চেষ্টা চলছে।
- ৩১ মে, ২০২৩: রয়টার্স রিপোর্টে জানায় যে 'এসটি মাইক্রোইলেকট্রনিক্স' এর সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা বন্ধ হওয়ায় বেদান্ত-ফক্সকনের যৌথ উদ্যোগ ধীরে ধীরে এগোচ্ছে। বেদান্ত-ফক্সকন লাইসেন্সিং প্রযুক্তির জন্য 'এসটি মাইক্রো'-র সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। কিন্তু, মোদী সরকার স্পষ্ট করে দিয়েছিল যে তারা ইউরোপীয় চিপমেকারকে সরাসরি এই ক্ষেত্রে পেতে চায়।
- ৩০ জুন, ২০২৩: ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা প্রেস রিলিজ প্রকাশের নিয়ম লঙ্ঘনের জন্য বেদান্তকে জরিমানা করে। কারণ, বলা হয়েছিল যে বেদান্ত নাকি ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য ফক্সকনের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে। যদিও চুক্তিটি ছিল বেদান্তের হোল্ডিং কোম্পানির সঙ্গে।
- ১০ জুলাই, ২০২৩: কোনও কারণ উল্লেখ না-করেই বেদান্তের সঙ্গে চিপ তৈরির যৌথ উদ্যোগ বাতিল করে ফক্সকন। কারণ হিসেবে ফক্সকন জানিয়েছে, তারা যৌথ উদ্যোগে এক বছরেরও বেশি সময় ধরে কাজ করেছে। উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যৌথ উদ্যোগে আর অগ্রসর হবে না। আর তাই, 'ফক্সকন স্থির করেছে যে তারা বেদান্তের সঙ্গে আর যৌথ উদ্যোগে যাবে না।'
Advertisment