Advertisment

Explained: মেট্রোয় মদ বহনের অনুমতি, হঠাৎ কেন নিয়ম বদল?

কমানো হল কড়াকড়ি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bottles of booze

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, দিল্লি মেট্রোর সমস্ত লাইনে দুটি মুখবন্ধ মদের বোতল যাত্রীরা বহন করতে পারবেন। ডিএমআরসি শুক্রবার (৩০ জুন) জানিয়েছে যে মেট্রো এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)- এর আধিকারিকদের সমন্বয়ে গঠিত একটি কমিটি দিল্লি মেট্রোয় নিষিদ্ধ আইটেমগুলির তালিকা পর্যালোচনা করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, সিআইএসএফ দিল্লি মেট্রোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ডিএমআরসি কখন এই পর্যালোচনা সভাটি করেছিল, তা জানায়নি। আর, এর বাস্তবায়নের তারিখও ঘোষণা করেনি। পরিবর্তিত নীতি ইতিমধ্যে কার্যকর কি না, সে বিষয়ও স্পষ্ট করেনি দিল্লি মেট্রো।

Advertisment

তাহলে ঠিক কী বলেছে ডিএমআরসি?
একটি বিবৃতিতে ডিএমআরসি-এর কর্পোরেট যোগাযোগের প্রধান নির্বাহী পরিচালক অনুজ দয়াল বলেছেন, 'আগের আদেশ অনুসারে, বিমানবন্দর এক্সপ্রেস লাইন ছাড়া দিল্লি মেট্রোতে অ্যালকোহল বহন নিষিদ্ধ করা হয়েছিল। যাইহোক, পরবর্তীকালে, সিআইএসএফ এবং ডিএমআরসির আধিকারিকদের নিয়ে গঠিত একটি কমিটি তালিকাটি পর্যালোচনা করেছে এবং সংশোধিত তালিকা অনুসারে, বিমানবন্দরের এক্সপ্রেস লাইনের বিধানগুলোর সঙ্গে সমতুল্যভাবে দিল্লি মেট্রোতে জনপ্রতি দুটি মুখবন্ধ করা অ্যালকোহলের বোতল বহন করার অনুমতি দেওয়া হয়েছে।'

মেট্রো চত্বরে মদ্যপানে না
কিন্তু, আপনি বহন করতে পারবেন। মেট্রো প্রাঙ্গণে মদ্যপান করতে পারবেন না। আর, যদি কোনও যাত্রীকে মেট্রোয় মাতাল অবস্থায় পাওয়া যায়, তাহলে তাঁকে শাস্তি দেওয়া হবে। ডিএমআরসি যাত্রীদের মেট্রো চত্বরে শালীনতা ও নিয়মবিধি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই প্রসঙ্গে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, 'যদি কোনও যাত্রীকে অ্যালকোহলের প্রভাবে অশালীন আচরণ করতে দেখা যায়, তবে আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন- সিন্ধিয়া গড়ে বিরাট ধস, তিন বছর আগের বদলা নিতে মরিয়া কংগ্রেস!

পুরনো নিয়ম কী ছিল?
আপনি এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন (নতুন দিল্লি মেট্রো স্টেশন থেকে দ্বারকা সেক্টর ২১) ছাড়া অন্য কোনও লাইনে মদ বহন করতে পারবেন না। এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-কে পরিষেবা দেয়। সেখানে যাত্রীদের দুটি মুখবন্ধ করা অ্যালকোহলের বোতল বহন করার অনুমতি দেওয়া হয়েছিল।

Delhi Metro Metro Passenger
Advertisment