Advertisment

করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ তৈরি রাশিয়ায়, অগাস্টের শেষেই বাজারে আসছে

সংবাদসংস্থা রয়টার্সের তরফে এও জানান হয়েছে যে চলতি মাসের শেষের দিকেই এই ভ্যাকসিনটি বাজারে নিয়ে আসবে ভ্লাদিমির পুতিনের দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

নোভেল করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে প্রথম ব্যাচের ভ্যাকসিন তৈরির কাজ শেষ করল রাশিয়া, সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর। ১১ অগাস্ট বিশ্বকে প্রথম করোনা ভ্যাকসিন দিয়েছে রাশিয়া। জনসাধারণের জন্য এই কোভিড ভ্যাকসিন উপলব্ধ করে তাঁরা। এই ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।

Advertisment

সংবাদসংস্থা রয়টার্সের তরফে এও জানান হয়েছে যে চলতি মাসের শেষের দিকেই এই ভ্যাকসিনটি বাজারে নিয়ে আসবে ভ্লাদিমির পুতিনের দেশ। সেপ্টেম্বরে এই ভ্যাকসিনের সরবরাহের কাজ শুরু হবে। যদিও রাশিয়ার এই ঘোষণাটি বিশ্বের বিজ্ঞান মহলের কাছে কিছুটা সংশয় আবহ তৈরি করেছে। কারণ তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল ছাড়াই এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে।

প্রথম পর্যায়ে এই ভ্যাকসিনে মানবদেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিতীয় ধাপে দেহে গড়ে উঠছে প্রতিরোধ ক্ষমতা এমনটাই জানান হয়েছে গামালেয়া ইউনিভার্সিটির তরফে। এই ভ্যাকসিনের নাম- গাম-কোভিড-ভ্যাক লাইও ভ্যাকসিন (Gam-COVID-Vac Lyo vaccine)।

কীভাবে কাজ করবে এই ভ্যাকসিন?

রাশিয়ার এই ভ্যাকসিনটি মূলত সারস-কোভ-২ অ্যাডেনোভাইরাস ডিএনএ-এ নিয়ে তৈরি করা হয়েছে। এই করোনা ভাইরাসকেই ল্যাবে দুর্বল করে বিশেষভাবে তৈরি করা হয়েছে। যাতে তাঁরা মানবদেহে ঢুকে নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিলকে কাজে লাগিয়ে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়। সংবাদসংস্থাকে গামালেয়া ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ নিশিত করে জানান যেভাবে ভ্যাকসিন তৈরি হয়েছে সেখানে ব্যবহৃত ডিএনএ শরীরে ঢুকে কোনও ক্ষতি করতে পারবে না।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

russia coronavirus COVID-19
Advertisment