সুদানের চিকিৎসক ইউনিয়ন সূত্রে খবর, শনিবার দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই শুরুর পর থেকে সুদানের রাজধানী খার্তুমে অন্তত ৫৬ জন অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আর, যোদ্ধাসহ ৫৯৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অ্যালবার্ট অগাস্টিন নামে একজন ভারতীয় নাগরিকও আছেন, যিনি আচমকা ছুটে আসা বুলেটের আঘাতে আহত হয়েছিলেন। পরে মারা যান।
খার্তুমের ভারতীয় দূতাবাস এমনটাই জানিয়েছে। নিহত ভারতীয়র নাম অগাস্টিন। বয়স ৪৮ বছর। তিনি কেরলের কান্নুর জেলার নেলিপপাড়া গ্রামের বাসিন্দা। সুদানের একটি কোম্পানির নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিলেন। পরিস্থিতির কথা বিবেচনা করে খার্তুমের ভারতীয় দূতাবাস আপাতত সেখানকার ভারতীয়দের বাড়ি থেকে বের হতে বারণ করেছে।
মহম্মদ হামদান দাগালোর নেতৃত্বে একটি আধাসামরিক বাহিনী, যা হেমেদতি নামেও পরিচিত। এছাড়া, র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই দুই বাহিনীর সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছে। কয়েক সপ্তাহ চলা তীব্র উত্তেজনার পরে সংঘর্ষ শুরু হয়েছে। কারণ, দুই বাহিনীর কর্তা সুদানে অসামরিক শাসন বা গণতান্ত্রিক সুদানের পথে হাঁটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন। স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে খার্তুম, পার্শ্ববর্তী শহর ওমদুরমান এবং কাছাকাছি বাহরি-জুড়ে ভারী কামানের গোলার শব্দ রবিবার পর্যন্ত শোনা গিয়েছে।
আরও পড়ুন- সুদানে ভারতীয়দের রাস্তায় বেরোতে মানা, হঠাৎ কী ঘটল রাজধানী খার্তুমে?
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, চিন, রাশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি যুদ্ধরত দু'পক্ষকে, 'অবিলম্বে পূর্বশর্ত ছাড়াই শত্রুতা বন্ধ করার' আহ্বান জানিয়েছে। বিবিসি জানিয়েছে যে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিজে বুরহান এবং দাগালো উভয়ের সঙ্গেই কথা বলেছেন এবং তাদের সংঘর্ষ বন্ধ করতে আবেদন জানিয়েছেন।
এক বিবৃতিতে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, 'আমি জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রহমান আল-বুরহান এবং জেনারেল মহম্মদ হামদান দেগালোকে উত্তেজনা কমাতে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল আলোচনায় ফিরে আসা। যা সুদানের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকেই সমর্থন করে।'