চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হয়। গতবার, অর্থাৎ ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল হয়েছিল রাশিয়ায়। সেই বছর গোল্ডেন বুট পেয়েছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন। সেবার ছয় গোল করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। এবার অঘটনের কাতার বিশ্বকাপেও সেই গোল্ডেন বুট ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছে। কারণ, কোয়ার্টার ফাইনাল শেষ। তার মধ্যেই কম নাম দলগুলো বুঝিয়ে দিয়েছে তারা স্রেফ ছু কিত কিত খেলতে বিশ্বকাপে আসেনি। তাদের দাপটে ইতিমধ্যে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল, পর্তুগাল, স্পেন, জার্মানির মত বড় দল।
ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। অপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। এই দুই দল প্রথম সেমিফাইনালে আগামী বুধবার (১৪ ডিসেম্বর) মুখোমুখি হবে। পাশাপাশি, বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালের উঠেছে মরক্কো। ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে। আর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মরক্কো ও ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।
শেষ পর্যন্ত বিশ্বকাপ যে দলই জিতুক, বিশ্ব ফুটবলের এই সবচেয়ে বড় আসরে যে খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করবেন, তিনিই পাবেন গোল্ডেন বুট। দেখে নেওয়া যাক, সেই তালিকায় এখন কারা আছেন। তালিকায় একনম্বরে নাম আছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের। বছর ২৩-এর এই খেলোয়াড় ৫ ম্যাচ খেলে পাঁচ গোল করেছেন। তার মধ্যে গ্রুপ ডি-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল করেছেন। নকআউট পর্বে ওঠার ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে দুটি গোল করেছেন। শেষ ১৬-র ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করেছেন।
আরও পড়ুন- জন্ম থেকে নেই দু’হাত, পা দিয়েই ট্রাক্টর চালান, ব্যবসা সামলান রায়নার সুজিত
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। পাঁচ ম্যাচ খেলে তাঁর গোলসংখ্যা চার। বছর ৩৫-এর মেসি গ্রুপ সি-এর ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে স্পট কিকে একটি গোল করেন। মেক্সিকোর বিরুদ্ধ গোল করেছেন। শেষ ১৬-র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৯৪তম আন্তর্জাতিক গোল করেন। নেদারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গোল করেছেন। সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ক্লাব পর্যায়ে অসংখ্য ট্রফি আছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের আশা, এবার তিনি আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপও উপহার দিতে পারবেন।
তালিকার তৃতীয় স্থানে নাম আছে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা বলে পরিচিত অলিভিয়ের জিরুদ। বছর ৩৬-এর এই খেলোয়াড় স্বদেশীয় থিয়েরি অঁরিকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন। কাতার বিশ্বকাপে তিনি চার ম্যাচে চার গোল করেছেন। গ্রুপ ডি-র ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি গোল করেছেন। বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের হয়ে নিজের ১১৭তম ম্যাচে ৫২তম গোল করেছেন। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও তাঁর গোল আছে।
Read full story in English