/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/nirmala-halwa-ceremony.jpg)
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
আজ সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঐতিহ্যপূর্ণ হালুয়া উৎসব পালন করল নর্থ ব্লকে তাদের সদর দফতরে। কেন্দ্রীয় সরকারের বাজেটের মুদ্রণ প্রক্রিয়া শুরুর দিনটিতে এই উৎসব পালিত হয়।
এদিনের অনুষ্ঠানের পৌরোহিত্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ছিলেন দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও।
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ আজ নর্থ ব্লকে হালুয়া উৎসবের পৌরোহিত্য করেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/halwa-inline.jpg)
টুইট করেছেন অনুরাগ ঠাকুরও। তিনি লিখেছেন, "আজ বাজেট মুদ্রণ প্রক্রিয়া শুরু হল, সঙ্গে নর্থ ব্লকে হল হালুয়া উৎসবও। বাজেটের গোপনীয়তা রক্ষা করতে নর্থ ব্লকের বাজেট প্রেসে সমস্ত সংশ্লিষ্ট অফিসাররা লক ইন থাকবেন।"
এই হালুয়া উৎসবের সূচনা হয়েছিল অনেক বছর আগে। একটি বিশাল কড়াইতে হালুয়া রান্না করে মন্ত্রকের সকলকে তা বিতরণ করা হয়।
The Union Finance Minister, Smt. @nsitharaman presided over #HalwaCeremony today at North Block to mark the beginning of printing of #Budget2020 documents. MoS Shri @ianuragthakur was also present besides senior @FinMinIndia officials. pic.twitter.com/CgzYwYnLKx
— Ministry of Finance (@FinMinIndia) January 20, 2020
সংবাদসংস্থা পিটিআইয়ের একটি রিপোর্ট অনুসারে এই হালুয়া বিতরণের একটি তাৎপর্য রয়েছে। বাজেট তৈরি ও মুদ্রণ প্রক্রিয়ার সঙ্গে যেসব আধিকারিক ও সহযোগী কর্মীরা প্রত্যক্ষভাবে যুক্ত, তাঁরা লোকসভার বাজেট পেশের সময় পর্যন্ত এখানেই থাকেন। এমনকি পরিবারের লোকের সঙ্গেও তাঁদের যোগাযোগ করা নিষেধ।
বাজেট মুদ্রণে যুক্ত থাকেন প্রায় ১০০ আধিকারিক। ১ ফেব্রুয়ার বাজেট পেশের দিন অবধি তাঁরা বন্দিই থাকবেন।
Today begins the Budgetary printing process w/ the Halwa Ceremony held in North Block.
To maintain secrecy of the Budget,thr is a “lock-in” of officials involvd in the process at Budget press situated in North Block, which houses all officials until Budget day.
| @FinMinIndia | pic.twitter.com/numYHQtDpG
— Anurag Thakur (@ianuragthakur) January 20, 2020
ফোন, ইমেল বা অন্য কোনও মাধ্যমে তাঁরা নিকটাত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না। অর্থমন্ত্রকের অতি বরিষ্ঠ আধিকারিকরাই কেবল বাড়ি যেতে পারবেন।
বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার গোপনীয়তা রক্ষার জন্য হালুয়া উৎসবের পর লক ইন প্রক্রিয়া চালু হয়ে যায়।