Heatwave-India: ভারতে এপ্রিলে তাপপ্রবাহ অনুভূত হয়েছে। (ফাইল ছবি)
Heatwaves and climate change: ভারতে এপ্রিলে ব্যাপক গরম আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এমনটাই জানাল নতুন এক গবেষণা। এমনিতে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির সঙ্গেই ভারতে তাপপ্রবাহ বেড়েছে। এনিয়ে টানা তিনবছর গ্রীষ্মের শুরুতেই ভারতে ব্যাপক তাপপ্রবাহ দেখা গেল। নতুন গবেষণায় সেকথাকে মাথায় রেখে বলা হয়েছে, এই তাপপ্রবাহের জন্য আসলে জলবায়ু পরিবর্তনই দায়ী।
Advertisment
তাপমাত্রা বেড়েছে এবছর এপ্রিলে পূর্ব এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে চরম তাপপ্রবাহ বয়ে গিয়েছে। নতুন গবেষণায় বলা হয়েছে, এটা আসলে জলবায়ু পরিবর্তনের ফল। যার জন্য অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রা প্রায় ৪৫ গুণ বেশি ছিল। অর্থাৎ, জলবায়ু পরিবর্তন না হলে, এই সময়ে এই ধরনের অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা নথিবদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় থাকত না বললেই চলে।
গবেষকদের দাবি ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (World Weather Attribution) এই গবেষণা চালিয়েছে। এই সংস্থার আন্তর্জাতিক গবেষক দল, জলবায়ু পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট চরম আবহাওয়া এপ্রিলে লক্ষ্য করা গেল কি না, তা নিশ্চিত করার চেষ্টা করেছেন। গবেষকরা দাবি করেছেন, জলবায়ু পরিবর্তনের জন্যই ২০২২ সালের মার্চ-এপ্রিল এবং ২০২৩ সালের এপ্রিল মাসেও তাপপ্রবাহ লক্ষ্য করা গিয়েছিল।
Advertisment
জলবায়ু পরিবর্তনের প্রভাব অ্যাট্রিবিউশন সায়েন্সের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মাপার চেষ্টা বিশ্বে নতুন। তারই মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিমাপের ক্ষেত্রে অ্যাট্রিবিউশন সায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন একটি আন্তর্জাতিক ঘটনা। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনের জন্য কোনও পৃথক আবহাওয়ার ঘটনা দায়ী নয় বলেই জানিয়েছেন। গত দুই দশকে ব্যবহৃত হওয়া নতুন সরঞ্জাম এবং পদ্ধতিগুলো জলবায়ু পরিবর্তনের পরিমাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
তাপ প্রবাহিত হচ্ছে কখন বলা হয়? গ্রীষ্মকালে সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এমন একটি জায়গার তাপমাত্রা ৪২ বা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেলেও বলা হয়, সেখানে তাপ প্রবাহিত হচ্ছে। আবার, কোনও জায়গার গড় তাপমাত্রা যদি ২৭ বা ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে যদি তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তবেও সেখানেও তাপ প্রবাহিত হচ্ছে বলেই দাবি করা হয়। আসলে গড় তাপমাত্রার চেয়ে কোনও জায়গার তাপমাত্রা একটু বেশি ছাড়িয়ে গেলেই বলা হয় যে, সেখানে তাপ প্রবাহিত হচ্ছে। আর, সেই ফলাফলের ভিত্তিতেই বিজ্ঞানীরা দাবি করছেন যে জলবায়ু বদলেছে। আর, তার জেরেই এবারের এপ্রিলে দেশের বিভিন্ন অংশ তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। এককথায়, গড় তাপমাত্রাই এক্ষেত্রে বেড়ে গিয়েছে।