/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/cats-239.jpg)
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ (আইইউএমএল)-কে 'ধর্মনিরপেক্ষ' দল বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জবাবে বিজেপির তথ্য-প্রযুক্তি বিভাগের জাতীয়স্তরে দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। মালব্যর মতে রাহুল গান্ধী খুব 'কম পড়া', 'অসৎ' এবং 'অশুভ'।
সমালোচনা মালব্য ও রিজিজুর
মালব্যর ভাষায়, 'জিন্নার মুসলিম লিগ ধর্মীয় লাইনে দেশ বিভাজনের জন্য দায়ী। রাহুল গান্ধীর মতে তারা ধর্মনিরপেক্ষ দল। যদিও রাহুল গান্ধী খুব কম লেখাপড়া করা, অসৎ এবং অশুভ। তবে এখানে ওয়ানাদে গ্রহণযোগ্য হয়ে থাকাটাও তাঁর ক্ষেত্রে বাধ্যবাধকতা হিসেবে কাজ করেছে।' কিরেন রিজিজু আবার রাহুলের মন্তব্যকে 'দুর্ভাগ্যজনক' বলে জানিয়েছেন।
জিন্নার সংগঠন বলে দাবি
রাহুল ২০১৯ সালে কেরলের ওয়ানাদ থেকে সাংসদ নির্বাচিত হন। সুরাটের এক আদালত মানহানির অভিযোগ তাঁকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দিয়েছে। তারপরই তাঁকে লোকসভায় ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। আইইউএমএলকে মহম্মদ আলি জিন্নার মুসলিম লিগ বলে দাবি করাটা বিজেপির কাছে নতুন কিছু না। দুই সংগঠনের নামে মিল থাকলেও আইইউএমএলের ইতিহাস আর দর্শন জিন্নার দলের চেয়ে বেশ আলাদা।
Jinnah’s Muslim League, the party responsible for India’s partition, on religious lines, according to Rahul Gandhi is a ‘secular’ party.
Rahul Gandhi, though poorly read, is simply being disingenuous and sinister here…
It is also his compulsion to remain acceptable in Wayanad. pic.twitter.com/sHVqjcGYLb— Amit Malviya (@amitmalviya) June 1, 2023
রাহুল ঠিক কী বলেছেন?
ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আইইউএমএল সম্পর্কে মন্তব্য করেছেন। তাঁকে কেরলে কংগ্রেস এবং আইইউএমএলের জোট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। রাহুল বলেছেন, 'মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ দল। অধর্মনিরপেক্ষতা বলে তাদের কিছু নেই।'
আরও পড়ুন- করমণ্ডল দুর্ঘটনা ‘কবচ’-এর প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখাল, কীভাবে?
কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের জোট
কংগ্রেস এবং আইইউএমএল, এই দুই সংগঠনই ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বা জোটের দীর্ঘদিনের অংশীদার। কেরলের দুটি প্রধান রাজনৈতিক জোটের একটি হল সিপিএমের নেতৃত্বে থাকা বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফ। অন্যটি এই ইউডিএফ। এই ইউডিএফ প্রয়াত কংগ্রেস নেতা এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণ ১৯৭৯ সালে তৈরি করেছিলেন। পরবর্তীতে ১৯৮১ এবং ১৯৮২ (করুণাকরণ), ১৯৯১ (করুণাকরণ ও একে অ্যান্টনি), ২০০১ (অ্যান্টনি ও ওমেন চান্ডি), ২০১১ সালে (ওমেন চান্ডি) সরকার এই জোটের নেতৃত্বে গঠিত হয়েছিল।