Advertisment

Election Counting: বদলে গেল ভোটগণনার তারিখ! নতুন তারিখ কত হল, জেনে নিন

Poll Schedules: লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে। দিনগুলো হল— ১৯ এবং ২৬ এপ্রিল। আর, ৭, ১৩, ২০ এবং ২৬ মে এবং ১ জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Loksabha, Election, লোকসভা, নির্বাচন

Loksabha-Election: এবারের নির্বাচনের প্রচারে বিজেপি হিন্দুত্ববাদের ওপর জোর বাড়িয়েছে। (ফাইল ছবি)

House terms and poll schedules are decided: বদলে গেল ভোট গণনার তারিখ। অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের জন্য গণনার তারিখ দুই দিন এগিয়ে আনা হল। যাতে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে ওই দুই রাজ্যের চলতি বিধানসভার মেয়াদ শেষ হয়ে না যায়। লোকসভা এবং চারটি রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার একদিন পরে নির্বাচন কমিশন (ইসিআই) রবিবার দুটি রাজ্য- সিকিম এবং অরুণাচল প্রদেশে ভোট গণনার তারিখ এগিয়ে এনে ২ জুন করেছে। কারণ, উভয় রাজ্যেই বিধানসভার মেয়াদ ২ জুন শেষ হতে চলেছে।

Advertisment
  • আগের ঘোষণা অনুযায়ী, লোকসভা নির্বাচন হবে সাত দফায়।
  • চার রাজ্যে একইসঙ্গে বিধানসভা নির্বাচনও আয়োজিত হবে।
  • এরপরই নতুন ঘোষণা করেছে কমিশন।

সিকিম আর অরুণাচল প্রদেশের পরিস্থিতি

এই রাজ্যগুলোর লোকসভা আসনের জন্য গণনার (অরুণাচল প্রদেশের দুটি আসন এবং সিকিমের একটি) তারিখ অবশ্য বদলায়নি। সেটা নির্ধারিত ৪ জুনেই হবে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা-সহ অন্যান্য সমস্ত রাজ্যের লোকসভা আসন এবং বিধানসভার সঙ্গে এই গণনা অনুষ্ঠিত হবে বলেই কমিশন জানিয়েছে। লোকসভা নির্বাচনের সঙ্গে যে চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, সেগুলো হল- অরুণাচল প্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা।

কমিশনের ঘোষণা

১৬ মার্চের ঘোষণা অনুযায়ী, অরুণাচল এবং সিকিমের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২০ মার্চ। ২৭ মার্চ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩০ মার্চ। বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে হবে প্রথম দফা নির্বাচনের দিন, অর্থাৎ ১৯ এপ্রিল। লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে। দিনগুলো হল— ১৯ এবং ২৬ এপ্রিল। আর, ৭, ১৩, ২০ এবং ২৬ মে এবং ১ জুন। আর, অরুণাচল প্রদেশ এবং সিকিম-সহ ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হবে একদিনে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার বলেছিলেন, লোকসভা এবং চারটি বিধানসভার সমস্ত আসনে ভোটগণনা হবে ৪ জুন।

এবার তাহলে কী বদলাল?

নির্বাচনী ঘোষণার একদিন পরে, কমিশন বলেছে যে অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা আসনগুলোর জন্য গণনা ৪ জুনের বদলে ২ জুন হবে। এই ব্যাপারে কমিশনের কর্তাদের মতে, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা মেয়াদ ২ জুন শেষ হচ্ছে। আর, সেই কারণে ওই দুই রাজ্যে ভোট গণনার তারিখ এগিয়ে আনতে হল। কারণ নিয়ম অনুযায়ী, একটি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই সেরাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করাটাই বিধি।

আরও পড়ুন- অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিতে মরিয়া আমেরিকা, বিশেষ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এই ব্যাপারে সংবিধান কী বলে?

সংবিধান অনুযায়ী, রাজ্য বিধানসভা এবং লোকসভা- উভয়ের মেয়াদ সভার প্রথম অধিবেশন থেকে পাঁচ বছর স্থায়ী হওয়ার কথা। অনুচ্ছেদ ১৭২(১) অনুযায়ী, বিধানসভাগুলো যতক্ষণ না ভেঙে দেওয়া হচ্ছে, ততক্ষণ সভার কাজ নির্ধারিত তারিখ থেকে পাঁচ বছর ধরে চলবে। পাঁচ বছরের মেয়াদ শেষে সভা এমনিই ভেঙে দেওয়া হবে বা বাতিল হয়ে যাবে। এরপর নতুন সদস্যরা শপথ নিয়ে নতুন সভা গঠন করবেন।

Lok Sabha Election election commission
Advertisment