Advertisment

Speaker of Lok Sabha: এবারের লোকসভায় কে হতে চলেছেন প্রোটেম স্পিকার, কীভাবে তাঁকে বাছা হবে?

Pro-tem speaker role: ১৮তম লোকসভার প্রথম অধিবেশন ২৪ জুন শুরু হবে। ৩ জুলাই পর্যন্ত চলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament, Loksabha, পার্লামেন্ট, লোকসভা,

Parliament-Loksabha: নয়াদিল্লিতে সংসদ ভবন। (ছবি- উইকিমিডিয়া কমন্স)

How is an MP chosen for the pro-tem speaker role: প্রবীণ কংগ্রেস নেতা কে সুরেশ, লোকসভার প্রবীণতম সদস্য হিসাবে, ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হলে প্রোটেম স্পিকার নিযুক্ত হবেন বলে ধরে নেওয়া হচ্ছে। ১৮তম লোকসভার প্রথম অধিবেশন ২৪ জুন শুরু হবে। ৩ জুলাই পর্যন্ত চলবে। এই সময় সংসদে নতুন স্পিকার নির্বাচিত হবেন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এনডিএ জোট ক্ষমতায় এসেছে। এরপর প্রোটেম স্পিকার কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। কারণ, প্রোটেম স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত, নতুন সংসদ সদস্যরা শপথ নিতে পারেন না। প্রোটেম স্পিকারই নতুন সাংসদদের শপথবাক্য পাঠ করান।

Advertisment

স্পিকারের দায়িত্ব
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ জুন লোকসভায় স্পিকার নির্বাচনের জন্য প্রস্তাব উত্থাপন করবেন। তার আগে কংগ্রেস নেতা কোডিকুন্নিল সুরেশ, লোকসভার প্রবীণতম সদস্য হিসাবে, প্রত্যাশিতভাবে প্রোটেম স্পিকার নিযুক্ত হবেন। লোকসভার প্রিসাইডিং অফিসার হওয়ার কারণে, স্পিকারকে দৈনিক কার্যধারার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুদায়িত্ব পালন করতে হয়। ভারতীয় সংবিধানের ৯৪তম অনুচ্ছেদে বলা হয়েছে, 'জনগণের বাড়ি (লোকসভা) ভেঙে দেওয়া হলেও, স্পিকার ভেঙে দেওয়ার পর জনগণের প্রথম বৈঠকের আগে পর্যন্ত তাঁর কার্যালয় ত্যাগ করবেন না।'

প্রোটেম স্পিকার
নতুন লোকসভায়, হাউসের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নির্ধারিত হন। তাঁর নির্বাচন না হওয়া পর্যন্ত, প্রোটেম স্পিকারকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিচালনার জন্য নির্বাচিত করা হয়। 'প্রোটেম' এর অর্থ 'আপাতত' বা 'অস্থায়ীভাবে'। সংবিধানে এই পদের উল্লেখ নেই। তবে, 'হ্যান্ডবুক অন দ্য ওয়ার্কিং অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স'-এ 'অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সোয়ারিং ইন অফ স্পিকার প্রোটেম' সম্পর্কে বলা আছে। ওই হ্যান্ডবুকে বলা আছে, যখন একটি নতুন লোকসভায় স্পিকারের পদটি শূন্য থাকে, তখন 'স্পিকারের দায়িত্ব' রাষ্ট্রপতির দ্বারা একই উদ্দেশ্যে নিযুক্ত হাউসের একজন সদস্য দ্বারা প্রোটেম স্পিকার হিসেবে নির্বাহ করতে হবে।

আরও পড়ুন- গরমে বৃষ্টির খোঁজে হাহাকার! কিন্তু বর্ষা কোথায়, কী বলছে আবহাওয়া দফতর?

প্রোটেম স্পিকারের দায়িত্ব
নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো প্রোটেম স্পিকারের প্রাথমিক দায়িত্ব। সংবিধানের ৯৯ অনুচ্ছেদের অধীনে, 'সভার প্রতিটি সদস্য, তাঁর আসন গ্রহণ করার আগে, রাষ্ট্রপতি বা তাঁর পক্ষে নিযুক্ত কোন ব্যক্তির সামনে, এই উদ্দেশ্যে নির্ধারিত ফর্ম অনুসারে একটি শপথ বা প্রতিশ্রুতি প্রদান করবেন এবং সদস্যতা গ্রহণ করবেন।' সাধারণত হ্যান্ডবুক অনুসারে সভার প্রবীণতম সদস্যকেই প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়। তবে, এর ব্যতিক্রমও আছে।

Parliament President of India Lok Sabha Parliament Monsoon Session
Advertisment