Advertisment

Explained: 'প্রভাকরণ বেঁচে আছেন, শীঘ্রই আত্মপ্রকাশ করবেন,' দাবিতে অটল নেদুমারান

এলটিটিই শ্রীলঙ্কায় চিনের প্রভাব আটকে রেখেছিল, দাবি সমাজকর্মী লেখকের।

author-image
IE Bangla Web Desk
New Update
P Nedumaran

পি নেদুমারান

এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ বেঁচে আছেন। এমনটাই দাবি করেছেন তামিল জাতীয়তাবাদী নেতা পি নেদুমারান। সোমবার তিনি দাবি করেছেন যে, আগেই একথা তিনি জানতেন। এখন সেটা প্রকাশ করলেন। তার কারণ, শ্রীলঙ্কার ভৌগলিক-রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। সিংহলের জনগণ সেখানকার রাজাপক্ষে সরকারের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। প্রভাকরণের নেতৃত্বাধীন লিবারেশন টাইগারস অফ তামিল ইলম শ্রীলঙ্কায় দীর্ঘদিন রক্তক্ষয়ী লড়াই করেছে। তাদের দাবি ছিল স্বাধীন তামিলভূমি। শ্রীলঙ্কায় সেই স্বাধীন তামিলভূমি গঠনের জন্য তারা চেষ্টা করেছিল। ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনার হাতে প্রভাকরণ নিহত হয়।

Advertisment

নেদুমারানের সাংবাদিক বৈঠক

সোমবার, ৮৯ বছরের নেদুমারান থাঞ্জাভুরে এক সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, 'আমি বলতে চাই যে প্রভাকরণ এখনও বেঁচে আছেন। আর, তিনি ভালো আছেন। আমি তামিল জনগণকে একথা জানাতে চাই। তাকে নিয়ে যাবতীয় গুজব এবং প্রশ্নের উত্তর দেওয়া হবে। তিনি শীঘ্রই স্বাধীন তামিল রাষ্ট্র গঠনের জন্য তাঁর কর্মসূচির কথা ঘোষণা করবেন।' বিশ্বের নানা প্রান্তে উপস্থিত তামিল জনগণের কাছে প্রভাকরণকে স্বাগত জানানোর জন্য আহ্বানও জানিয়েছেন নেদুমারান। তামিল নেতা আরও জানান যে এলটিটিই শ্রীলঙ্কায় কোনও 'ভারত-বিরোধী' শক্তিকে কোনওদিন প্রশ্রয় দেয়নি।

বাড়ছে চিনের প্রভাব

এই প্রসঙ্গে নেদুমারান বলেন, 'যখন শ্রীলঙ্কায় এলটিটিই ছিল, তখন সেখানে কোনও ভারত-বিরোধী কার্যকলাপ ঘটেনি। কিন্তু, এখন আমরা দেখছি যে শ্রীলঙ্কায় চিনের প্রভাব বাড়ছে। আর, শ্রীলঙ্কাকে চিন নিয়ন্ত্রণ করছে। ভারত মহাসাগরে চিন আরও বেশি শক্তি সঞ্চয় করেছে। আমি ভারত সরকারকে এই ভৌগোলিক এবং রাজনৈতিক পটপরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাব।'

আরও পড়ুন- আদানি বিতর্কে তোলপাড় দেশ, মুখ খুলেই বিরোধীদের চ্যালেঞ্জ অমিত শাহ’র!

কে এই নেদুমারান?

পজা নেদুমারান একজন লেখক, সক্রিয় সমাজকর্মী, তামিল সাপ্তাহিক 'দেন সেইদি'র সম্পাদক। তিনি কংগ্রেস দলের প্রাক্তন সদস্যও। তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজের ঘনিষ্ঠ ছিলেন। কামরাজের মৃত্যুর পর কংগ্রেস ত্যাগ করেন। ২,০০০ সালে চন্দনদস্যু বীরাপ্পানের হাত থেকে কন্নড় সুপারস্টার রাজকুমারের মুক্তির ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।

Read full story in English

china LTTE Sri Lanka
Advertisment