Oscars became the biggest film awards on Earth: কীভাবে অস্কার পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার হয়ে উঠল, তার পিছনে রয়েছে এক বিরাট ইতিহাস। যে ইতিহাস বলতে পারে, কেন বিশ্বজুড়ে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে আগ্রহের সঙ্গে দেখা হয়। আর, কেনই বা এই পুরস্কারকে চলচ্চিত্র শিল্পে কৃতিত্বের সর্বোচ্চ পুরস্কার হিসেবে গণ্য করা হয়। ৯৬তম একাডেমি পুরস্কার বা অস্কার প্রদানের অনুষ্ঠান ১১ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওপেনহাইমার অনেকগুলো পুরস্কার জিতেছে। পেয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। সিলিয়ান মারফি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। 'পুওর থিংস'-এর জন্য এমা স্টোন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
দেশাইয়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
এই পুরষ্কারগুলো টেকনিক্যালি, আমেরিকান ফিল্মগুলোর মধ্যে সেরাদেরকেই স্বীকৃতি দেয়। তবে ভারতের মতো বিশ্বের বিভিন্ন দেশ, যেখানে দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ভিত অত্যন্ত শক্তপোক্ত, সেই সব দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিও অস্কারের দিকে তাকিয়ে থাকে। সেসব কথা মাথায় রেখেই এবারে অনুষ্ঠানের 'ইন মেমোরিয়াম' অংশে, ভারতীয় আর্ট ডিরেক্টর এবং প্রোডাকশন ডিজাইনার নিতিন চন্দ্রকান্ত দেশাইকে শ্রদ্ধা জানানো হয়েছে। দেশাই, ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। চলচ্চিত্র ইতিহাসবিদ ডেভিড থমসনের মতে, ১৯২৭ সালে মিডিয়া ফার্ম, মেট্রো-গোল্ডউইন-মেয়ারের প্রধান লুই বি মায়ার যখন একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিষ্ঠা করেন, তখন এটি হলিউডের 'ইতিবাচক' চিত্র প্রচারের দায়িত্ব পেয়েছিল। সেই দায়িত্ব থেকেই একাডেমি, শিল্পের সেরাদের সম্মান করার একটি পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তা থেকেই চালু হয়েছে অস্কার প্রদান অনুষ্ঠান।
আরও পড়ুন- মোদীর বাজিমাত! ইএফটিএ-র সঙ্গে চুক্তি, ভারতে গড়গড়িয়ে বিনিয়োগ আসার সম্ভাবনা
পুরস্কার অনুষ্ঠানের কায়দা বদলেছে
দ্য নিউ ইয়র্ক টাইমস অনুসারে, ১৯২৭ সালের প্রথম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়েছিল। সেটা কোনও গণমাধ্যমে সম্প্রচার করা হয়নি। ১৯৩০ সালে প্রথমবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠান রেডিওতে সম্প্রচার করা হয়েছিল। ১৯৫৩ সালে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান টিভিতে সম্প্রচার করা শুরু হয়েছিল। বিজয়ীদের নাম তিন মাস আগেই ঘোষণা করা হয়েছিল। এরপর ১৯৪১ সালে সিল করা খাম থেকে বিজয়ীদের নাম প্রকাশের ব্যবস্থা চালু হয়। যেখানে শুধুমাত্র বিজয়ীদেরকে মঞ্চে ডেকে আনার ব্যবস্থা শুরু হয়। অস্কার তথা চলচ্চিত্র বিশেষজ্ঞ ডেভ কার্গার বলেছেন, 'আমি মনে করি যে ১৯৫৩ সাল থেকে একাডেমি পুরস্কার একটি দর্শনীয় বিষয় হয়ে ওঠে। এটি টেলিভিশন ইভেন্টে পরিণত হওয়ার পরেই আরও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়ে ওঠে।'