Advertisment

Explained: রাষ্ট্রপতির নামে চুক্তি হলে দায় এড়াতে পারবে কেন্দ্র? কী বলছে সুপ্রিম কোর্ট?

এক মামলায় এই ব্যাপারে আইনের অবস্থান স্পষ্ট করেছে শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court

রাষ্ট্রপতির নামে কোনও চুক্তি হলেও সেই চুক্তির আইনি বিধান থেকে সরকার দায় ঝেড়ে ফেলতে পারবে না। এমনটা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি জেবি পাদরিওয়ালাকে নিয়ে গঠিত এক বেঞ্চ জানিয়েছে, 'সংবিধানের ২৯৯ অনুচ্ছেদের উদ্দেশ্য বিবেচনা করে আমরা স্পষ্ট মতামত দিচ্ছি যে ভারতের রাষ্ট্রপতির নামে চুক্তি স্বাক্ষরিত হলেও সরকার সেই চুক্তির দায় থেকে রেহাই পাবে না।' কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সালিশি নিয়োগের প্রশ্নে পিস্তল প্রস্তুতকারী সংস্থা গ্লক এশিয়া প্যাসিফিক লিমিটেডের দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত একথা জানিয়েছে।

Advertisment

সংবিধানের ২৯৯ অনুচ্ছেদ কী?
অনুচ্ছেদ ২৯৮ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোকে বাণিজ্য বা ব্যবসা চালিয়ে যাওয়া, সম্পত্তি অর্জন, ধারণ এবং সম্পত্তির বিবাদ নিষ্পত্তি করা এবং যে কোনও উদ্দেশ্যে চুক্তি করার ক্ষমতা দিয়েছে। আর, ২৯৯ অনুচ্ছেদ এই চুক্তিগুলো যেভাবে সম্পাদিত হবে তা, বর্ণনা করেছে। সংবিধান কার্যকর হওয়ার পরে ২৯৮ এবং ২৯৯ অনুচ্ছেদগুলো যুক্ত হয়েছে। সরকার স্বাধীনতা-পূর্বেও এইজাতীয় ধারায় চুক্তি করেছে। আগে ছিল ক্রাউন প্রসিডিংস অ্যাক্ট। ১৯৪৭ সালেই যেমন বলা হয়েছে, ক্রাউন প্রসিডিংস অ্যাক্ট অনুসারে, ক্রাউন যে চুক্তি করেছে, তার বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে না। সংবিধানের ২৯৯ অনুচ্ছেদ অনুসারে, 'কেন্দ্র বা কোনও রাজ্যের নির্বাহী ক্ষমতা প্রয়োগে প্রণীত সমস্ত চুক্তি রাষ্ট্রপতি বা রাজ্যের গভর্নর দ্বারা প্রণীত বলে প্রকাশিত হবে। আর, এই জাতীয় সমস্ত চুক্তি, আশ্বাস ও কার্য সম্পাদন রাজ্যপাল ও রাষ্ট্রপতির দ্বারা মনোনীত বা নির্দেশিত ব্যক্তিরা অনুমোদিত পথে করবেন।'

আরও পড়ুন- বাজারে এসেছে ৭৫ টাকার কয়েন, কেমন দেখতে, কী আছে তাতে?

যা নিয়ে বিবাদ
কেন্দ্রের বিরুদ্ধে গ্লক এশিয়া-প্যাসিফিক লিমিটেডের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সালিশি নিয়োগের প্রশ্নে আদালত ১৯ মে রায় দিয়েছে। গ্লক এশিয়া-প্যাসিফিক লিমিটেড ৩১,৭৫৬টি গ্লক পিস্তল সরবরাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে চুক্তি করেছিল। পরবর্তীতে ব্যাংক গ্যারান্টির প্রশ্নে দু'পক্ষের মধ্যে বিবাদ বাধে। গ্লক তারপরই দিল্লি হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সালিশি নিয়োগ করে নোটিস জারি করে। পালটা সরকার জানায়, এই সালিশি নিয়োগ টেন্ডারের শর্ত লঙ্ঘন করেছে। স্বরাষ্ট্র সচিবের নিযুক্ত আইন মন্ত্রকের এক অফিসার এই বিবাদে সালিশি নিযুক্ত হবেন। গ্লক পালটা চুক্তির ধারাকেই চ্যালেঞ্জ করে। কারণ, এই মামলায় বিবাদ স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে। আর, সেখানে এক সরকারি আধিকারিককে সালিশি নিযুক্ত করা হলে তারা ন্যায় বিচার পাবে না-বলে আশঙ্কা প্রকাশ করে।

President of India Law Ministry Supreme Court of India
Advertisment