Imran Khan PTI ban: ইমরানের খানের পিটিআই দলকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। পাকিস্তান সরকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলকে এই নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। পাকিস্তানের বর্তমান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সোমবার জানিয়েছেন, সেদেশের সরকার বিশ্বাস করে যে এই নিষেধাজ্ঞা জারির যথেষ্ট কারণ আছে। ঘটনার প্রতি কড়া নজর রাখছে মোদী সরকার।
টুইটারে প্রতিক্রিয়া তেহরিকের
এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায়, পিটিআই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ গিয়ে সরকারকে 'পাকিস্তানের ভিত্তি না নাড়ানোর' আহ্বান জানিয়েছে। পাশাপাশি, পিটিআই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের এবং পাকিস্তানের বর্তমান সরকারকে সেদেশের সেনার হাতের 'পুতুল সরকার' বলেও তীব্র নিন্দা করেছে। তেহরিকের পোস্টে লেখা হয়েছে, 'তেহরিক জনগণের রায় পেয়েছে। সেটা দেখেই জেনারেল অসীম মুনির এবং তাঁর পুতুল সরকারের মেজাজ বিগড়েছে। গত ৮ ফেব্রুয়ারি রেজাল্ট বেরনোর পর থেকেই তারা তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার বিষয়ে দিবাস্বপ্ন দেখতে শুরু করেছিল। জেনারেল অসীম মুনির, সাবধান! সংবিধান নিয়ে খেলা বন্ধ করুন। পাকিস্তানের ভিত নাড়ানোর চেষ্টা করবেন না।'
তেহরিকের পোস্টে আরও বলা হয়েছে, 'কোনও দেশপ্রেমিক পাকিস্তানি দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দলটিকে নিষিদ্ধ করার কথা ভাবতেই পারেন না। এটা স্রেফ করা হয়েছে পাকিস্তানের ভিত্তিকে নড়বড়ে করে তুলতে। আর, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য। হামুদুর রহমান কমিশনের রিপোর্ট থেকেই স্পষ্ট, আপনার (জেনারেল মুনির) অহংকারের জন্য দেশের ক্ষতি জাতি সহ্য করবে না।'
এর আগের দিন, ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে কথা বলার সময়, প্রশাসন দাবি করেছে যে, পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি পাকিস্তানের জন্য প্রয়োজন হয়ে পড়েছিল। কারণ, পিটিআই পাকিস্তানের নানা ক্ষতি করেছে। বিদেশি তহবিল নয়ছয়ের অভিযোগ, ৯ মে-এর দাঙ্গা, সাইফার পর্ব, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাস করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাকিস্তান প্রশাসন বিশ্বাস করে যে পিটিআইকে নিষিদ্ধ করার জন্য বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে রয়েছে।