Advertisment

আয়করের ই ফাইলিং কমছে

২০১৬-১৭ সালে ই ফাইলিং হয়েছিল ৫.২৮ কোটি। ২০১৭-১৮ আর্থিক বর্ষে তা একলাফে বেড়ে দাঁড়ায় ৬.৭৪ কোটিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Income Tax E Filing

আয়করে নথিভুক্তির সংখ্যা কিন্তু বাড়ছে (প্রতীকী ছবি)

২০১৮-১৯ সালে আয়করের ই ফাইলিং কমেছে প্রায় ৬.৬ লাখ। আয়কর দফতরের ই ফাইলিং ওয়েবসাইটে এই পরিসংখ্যান পাওয়া গেছে। ২০১৯-২০ সালে ট্যাক্স রিটার্ন ফর্মের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ৩১ জুলাই রিটার্ন ফাইল করার শেষদিন ধার্য করা হয়েছে।

Advertisment

২০১৬-১৭ সালে ই ফাইলিং হয়েছিল ৫.২৮ কোটি। ২০১৭-১৮ আর্থিক বর্ষে তা একলাফে বেড়ে দাঁড়ায় ৬.৭৪ কোটিতে। ২০১৮-১৯ সালে সে পরিমাণ কমে দাঁড়িয়েছিল ৬.৬৮ কোটিতে।

একদিকে যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের নথিভুক্তি বাড়ছে, অন্যদিকে সে সময়েই কমছে ই-ফাইলিংয়ের সংখ্যা। ২০১৯ সালের ৩১ মার্চে ট্যাক্স রিটার্নের পরিমাণ ছিল ৮.৪৫ কোটি যা ২০১৮ সালের ৩১ মার্চের ৭.৩৬ কোটির থেকে ১৫ শতাংশ বেশি। ২০১৩ সালে রিটার্ন ফাইল হয়েছিল ২.৬৯ কোটি। ৬ বছরে ফাইলিংয়ের সংখ্যা বেড়েছে প্রায় তিন গুণ।

রবিবার সংবাদসংস্থা পিটিআই-এর এক রিপোর্টে কোটাক ইকোনমিক রিসার্চের প্রতিবেদন উদ্ধৃত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ অর্থবর্ষে আয়করের ই ফাইলিং হ্রাস দেখে আমরা স্তম্ভিত। বিমুদ্রাকরণের পর এই সংখ্যা বৃদ্ধি পাবে বলেই ধরে নেওয়া হয়েছিল।

Read the Full Story in English

Income Tax
Advertisment