Advertisment

আয়কর রিটার্ন ফাইলের তারিখ কেন এক মাস পিছোল

আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ ৩১ জুলাই করার নতুন নিয়ম গত বছর থেকে কার্যকর হয়েছে। এর আগে করদাতারা জরিমানা ছাড়া রিটার্ন ফাইল করতে পারতেন ৩১ মার্চের মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
Income Tax

প্রতীকী ছবি

একটি নির্দিষ্ট বিভাগের করদাতাদের জন্য আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যক্তিবিশেষ, অবিভক্ত হিন্দু পরিবার, যেসব ব্যক্তির এবং ব্যবসার অ্যাকাউন্ট অডিট করার দরকার নেই, তাঁদের ২০১৯-২০ সালের আয়কর রিটার্ন ৩১ জুলাই ২০১৯-এর মধ্যে জমা দেওয়ার কথা ছিল। সেই সময়কাল ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হবে। কারণ হিসেবে বলা হয়েছে, করদাতারা কিছু সমস্যার মুখে পড়ছেন।

Advertisment

আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা কেন বাড়ানো হল

অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট ধরনের করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের তারিখ ছিল ৩১ জুলাই, ২০১৯। সমস্ত দিক খতিয়ে দেথে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সে সময়সীমা এক মাস বাড়িয়ে দিয়েছে।

নয়া নিয়ম

এ ধরনের করদাতাদের জন্য আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ ৩১ জুলাই করার নতুন নিয়ম গত বছর থেকে কার্যকর হয়েছে। এর আগে করদাতারা জরিমানা ছাড়া রিটার্ন ফাইল করতে পারতেন ৩১ মার্চের মধ্যে। যদি ৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করে, ৩১ ডিসেম্বরের মধ্যে কেউ রিটার্ন ফাইল করতেন, তাহলে তাঁকে ৫০০০ টাকা জরিমানা দিতে হত। ৩১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করলে জরিমানা হবে ১০০০০ টাকা। যদি কোনও ব্যক্তির রোজগার ৫ লাখ টাকার বেশি না হয়, তাহলে তাঁর জরিমানা ১০০০ টাকা ছাড়াবে না।

সরকার জানিয়েছে, জানা গিয়েছে, করদাতারা আয়কর রিটার্ন ফাইলের নানা কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০১৯-২০ আর্থিক বছরের ফর্ম ১৬ ইস্যু করার তারিখ পিছোনো। আয়কর বিভাগ গত মাসে ২০১৮-১৯ আর্থিক বর্ষে চাকরিজীবীদের ফর্ম ১৬-এ টিডিএস সার্টিফিকেট সার্টিফিকেট জমার তারিখ ১৫ জুন থেকে বাড়িয়ে ১০ জুলাই করে দিয়েছে।

Read the full Story in English

Income Tax
Advertisment