Interim Budget: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে সরকার ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে টিকাগ্রহণে উৎসাহ দেবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের 'আয়ুষ্মান ভারত বিমা প্রকল্প'-এর আওতায় আনা হবে।
- অঙ্গনওয়াড়ি কর্মীদের 'আয়ুষ্মান ভারত বিমা প্রকল্প'-এর আওতায় আনা হবে।
- বর্তমান ব্যাচের এমবিবিএসে আসন সংখ্যা ছিল এক লক্ষেরও বেশি।
- সমস্ত মেডিকেল কলেজগুলোকে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত করা হবে।
এই প্রকল্প দেশের সবচেয়ে দরিদ্র ৪০ শতাংশকে ৫ লক্ষ টাকা করে কভারেজ দিচ্ছে। যা আশা কর্মীদের অত্যন্ত উপকার করবে। ভারতে জনস্বাস্থ্যের চতুর্থ স্তম্ভ এই আশাকর্মীরা। তাঁরাই দেশের স্বাস্থ্য প্রকল্পকে বাস্তবায়িত করেন। সমস্ত সরকারি প্রকল্প মানুষের দরজায় পৌঁছে দেন। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সাহায্যকারীরা শিশু যত্ন ও পুষ্টি পরিষেবা প্রদানের কাজ করেন। কোভিড বছরগুলোয় সংক্রমণ প্রতিরোধ এবং চিকিত্সার ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
গত দশ বছরে মেডিক্যাল প্রতিষ্ঠানগুলোয় আসনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। কিন্তু, তাতেও সরকারের লক্ষ্যপূর্তি হয়নি। সেকথা মাথায় রেখে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার আরও মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা করছে। বর্তমান ব্যাচের এমবিবিএসে আসন সংখ্যা ছিল এক লক্ষেরও বেশি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'অনেক যুবক ডাক্তার হতে চায়। তাঁদের লক্ষ্য উন্নত স্বাস্থ্যসেবা পরিষেবার মাধ্যমে আমাদের জনগণকে সেবা করা। আমাদের সরকার বিভিন্ন বিভাগের অধীনে বিদ্যমান হাসপাতালের অবকাঠামো ব্যবহার করে আরও মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা করছে। এই উদ্দেশ্যে একটি কমিটি গঠন করার সুপারিশ করা হচ্ছে।'
আরও পড়ুন- বাজেট কেমন, বিনা সাহায্যে বুঝতে চান? তাহলে এগুলোয় নজর রাখুন
বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সমস্ত মেডিকেল কলেজগুলোকে সম্পূর্ণরূপে কার্যকরী তৃতীয়স্তরের হাসপাতালের সঙ্গে যুক্ত করতে হবে। জেলা হাসপাতালগুলোকে মেডিক্যাল কলেজে উন্নীত করার জন্য সরকার ইতিমধ্যেই একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, 'একটি ভ্যাকসিন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম U-Vin-কোভিড-১৯ টিকাদান কর্মসূচির জন্য ব্যবহৃত CoWIN এর মতই, সারা দেশে চালু করা হবে। ইমিউনাইজেশনের জন্য নতুন ডিজাইন করা U-Vin প্ল্যাটফর্ম এবং মিশন ইন্দ্রধনুষ সারা দেশে দ্রুত চালু করা হবে। মাতৃ ও শিশু স্বাস্থ্যের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি ব্যাপক কর্মসূচি চালু করা হবে।'