scorecardresearch

বড় খবর

তিনগুণ হারে সংক্রমণ বাড়ছে দিল্লিতে, মৃত্যু বাড়ছে বাংলায়, পুন:সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি দেশে

প্রতিদিনই নতুন নতুন রেকর্ড। ওনামের পর কেরালায় যে কোভিড বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল এ’কদিনে সেই সংখ্যাকেও পিছনে ফেলেছে দিল্লির আক্রান্তের সংখ্যা।

তিনগুণ হারে সংক্রমণ বাড়ছে দিল্লিতে, মৃত্যু বাড়ছে বাংলায়, পুন:সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি দেশে

একদিনে ৭৭৪৫? হ্যাঁ। এতজনই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে দাপট যেন ক্রমে বাড়িয়ে চলছে করোনা। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড। ওনামের পর কেরালায় যে কোভিড বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল এ’কদিনে সেই সংখ্যাকেও পিছনে ফেলেছে দিল্লি। বর্তমানে দৈনিক সংক্রমণের হারে দেশে প্রথম স্থানাধিকারী কেজরিওয়ালের রাজ্য।

গত এক সপ্তাহ ধরে দেশে বাকি রাজ্যগুলির মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটা। শুধু দিল্লি নয়, মহারাষ্ট্র এবং কেরলও রয়েছে সেই তালিকায়। বিগত সপ্তাহে ৪৬ হাজারেরও বেশি সংক্রমিত হয়েছে রাজধানীতে। মহারাষত্রে সেই সংখ্যা ৩৬ হাজার। সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৬ শতাংশ। দেশে এই মুহুর্তে মোট সংক্রমণের যা হার দিল্লিতে সেই হার তিনগুণ বেশি। রাজধানীতে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪২ হাজার। অ্যাক্টিভ কেস পরিসংখ্যানে মহারাষ্ট্র এবং কেরলের পরেই রয়েছে দিল্লি।

এখন চিন্তা বাড়াচ্ছে দিল্লির মৃত্যুর হার বৃদ্ধি। এই ক’দিনে সেই সংখ্যাও বেড়েছে পাল্লা দিয়ে। গত কয়েক দিনে মহারাষ্ট্র ছাড়া দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে। মোট মৃত্যু পেরিয়েছে ৭ হাজার। এই মুহুর্তে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে মৃত্যু সংখ্যা অনেক বেশি।

কোভিড হানায় মৃত্যুর পরিসংখ্যানে পশ্চিমবং চার লক্ষের কোটা পেরিয়েছে। এমনকী এখনও বেশ দ্রুততার সঙ্গেই সেই সংখ্যা বাড়ছে। কোভিডে আক্রান্ত দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলির মধ্যে সংক্রমণের নিরিখে বাংলাও রয়েছে। হার প্রায় ১ শতাংশ বেশি। সংক্রমণের হারে দিল্লি ও কেরালার পরই রয়েছে পশ্চিমবঙ্গ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: India coronavirus numbers delhi cases growing over three times faster than national rate west bengal