একসময় করোনা প্রতিরোধে দিল্লিই পথ দেখিয়েছিল ভারতকে। আর কয়েকদিন ধরে রাজধানীতেই উল্টোপুরাণ। দেশে দৈনিক কোভিড-১৯ আক্রান্তে রেকর্ড তৈরি করল রাজধানী। গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৭৮ জন। যা শুধু দিল্লিতে নয় দেশেও রেকর্ড। চার মাসে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।
জুন মাসের ২৩ তারিখ শেষবারের জন্য করোনা সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা দেখেছিল অরবিন্দ কেজরিওয়ালের রাজ্য। সে মাসে একদিনে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৯৪৭ জন। সেটাই করোনার প্রাথমিক ঝড়ে সর্বোচ্চ। এরপর দিল্লির জায়গা নেয় মহারাষ্ট্র। টানা চার মাস দৈনিক সংক্রমণ প্রবলভাবে বৃদ্ধি পায় উদ্ধব ঠাকরের দেশে।
জুন মাসের পর ক্রমশই দিল্লির করোনার গ্রাফ ছিল নিম্মমুখী। অ্যাক্টিভ কেস, মৃত্যুর হারও কমে আসছিল। সেই সময় এটাই মনে করা হয়েছিল যে রাজধানী বোধহয় করোনাকে সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। দিল্লির বর্তমান পরিস্থিতি হল সেখানে প্রতিদিন ৬ হাজার ৭০০ জন করে আক্রান্ত হচ্ছে। এর আগে কোনও শহরে দৈনিক এতজন করে আক্রান্তের ঘটনা ঘটেনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/corona-list.jpg)
মহারাষ্ট্র এবং কেরলের পর মোট আক্রান্তের নিরিখে দিল্লি রয়েছে তৃতীয় স্থানে।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বাড়ল করোনা হানা। দৈনিক আক্রান্তের সংখ্যা হয়েছে সেখানে ১ লক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট জানাচ্ছে শুক্রবার সেখানে আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৬ হাজার জন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন