Advertisment

এই প্রথম! অক্টোবরে এক লাফে কমল করোনা প্রকোপ

অক্টোবরই প্রথম মাস যখন নতুন সংক্রমণের সংখ্যা আগের মাসের তুলনায় হ্রাস পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের সব রাজ্যেই ধীরে ধীরে কমছে করোনা প্রকোপ। দক্ষিণ ভারত, মহারাষ্ট্রে মাঝে কোভিড আক্রমণ বাড়লেও বেঙ্গালুরু, পুনেতে এখন দৈনিক সংক্রমণ নেমেছে হাজারের নীচে। একসময় দিল্লির পর এই দুই শহর থেকেই সবচেয়ে বেশি সংক্রমণের খবর আসছিল।

Advertisment

গত এক মাসে পুনেতে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, প্রতিদিনের সংখ্যা স্থির হারে কমছে। কিছুদিন আগেও সেখানে সংক্রমণ ৫০০-এর নীচে নেমেছিল কিন্তু ফের বেড়েছে সংক্রমণ। এদিকে দিল্লিতে আবার কোভিড-১৯ নয়া পর্যায় শুরু হয়েছে। গত পাঁচ দিনে ৫ হাজারেরও বেশি দৈনিক আক্রান্ত হয়েছে রাজধানীতে। এই প্রথম মহারাষ্ট্রের দৈনিক আক্রান্তের সংখ্যাকেও টপকে গিয়েছে দিল্লি।

publive-image

অক্টোবরই প্রথম মাস যখন নতুন সংক্রমণের সংখ্যা আগের মাসের তুলনায় হ্রাস পেয়েছে। পরিসংখ্যান বলছে, অগাস্ট মাসে এই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ২০ লক্ষ ১৮ হাজার, সেপ্টেম্বর মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৬ লক্ষ ২৪ হাজার, অক্টোবরে তা কমে ১৮ লক্ষ ৩৫ হাজার হয়েছে। অক্টোবরের মাসে মোট মামলার সংখ্যা মাত্র ২৮ শতাংশ বেড়েছে, এটি এখন পর্যন্ত সবচেয়ে কম। শতাংশের মাসিক বৃদ্ধি অবশ্য কমছে এবং তা ধারাবাহিকভাবে স্থিতিশীল।

publive-image

রবিবারেও ৫০ হাজারের থেকে নীচে ছিল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল মোট ৪৭ হাজার জন সংক্রমিত হয়েছেন এই ভাইরাসে। এই নিয়ে টানা আট দিন কমিতির দিকেইও রয়েছে করোনা গ্রাফ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment