গত কয়েক দিন ধরেই দেশের একাধিক রাজ্যে ক্রমশ বেড়েছে করোনা ভাইরাসের আক্রমণ। মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, দিল্লি, ওড়িশা, তেলঙ্গানা সকলেই এক সপ্তাহ আগে যত আক্রান্ত ছিল তার চেয়ে অনেক বেশি আক্রান্ত এখন। তবে তেলঙ্গানা, কর্ণাটক বা ওড়িশার মতো কয়েকটি রাজ্যে পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য এই সংখ্যা বৃদ্ধি এটা অন্তত আংশিকভাবে বলা যেতে পারে। তবে অন্যান্য অনেক রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যায় তেমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়নি।
এখনও দেশে করোনা আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। শনিবার সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১৬ হাজার জন। এর আগে সেই সংখ্যা ছিল দৈনিক ১২ হাজারের নীচে। জুলাই মাসের মাঝামাঝি করোনা আক্রান্তের সংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পেলেও অগাস্ট মাসের প্রথমার্ধ থেকে অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু সব আশায় জল ঢেলে ফের পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুন, ভ্যাকসিন প্রয়োগের পরও একাধিকবার করোনা আক্রমণ হতে পারে?
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বদল হয়েছে দিল্লিতে। জুনের শেষ সপ্তাহ থেকে দিল্লিতে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছিল। প্রায় দেড় মাস ধরে ধারাবাহিকভাবে কমতে থাকে রাজধানীতে কোভিড অ্যাক্টিভের সংখ্যা। কোন কোনও সপ্তাহে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে আসে হাজারেরও নীচে। সুস্থতার হারও পাল্লা দিয়ে বৃদ্ধি পায়। কিন্তু গত দশদিনে সেই পরিস্থিতিতেও আমূল বদল। শনিবার রাজধানীতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার জন। যদিও মনে করা হচ্ছে যে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে পরিযায়ী শ্রমিকরা রাজধানীতে ফিরে আসার জন্যই এই বৃদ্ধি।
আরও পড়ুন, মানবদেহেই রয়েছে করোনা প্রতিরোধী টি-সেল! প্রমাণ পেলেন গবেষকরা
শনিবারই আক্রান্তের সংখ্যায় রেকর্ড তৈরি হয়েছিল দেশে। একদিনে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৭৯ হাজার জন। গত চারদিনে দৈনিক ৭৫ হাজার জন আক্রান্ত হচ্ছে ভারতে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬৩ হাজার ৫০০।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন