দেশে করোনা ভাইরাস সংক্রমণে কিছুটা হলেও কমেছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে যা আশা জাগাচ্ছে তা হল দেশের যে রাজ্যগুলি কোভিড সংক্রমণের শীর্ষে ছিল সেখানে গত কয়েকদিনে কমেছে আক্রান্তের সংখ্যা।
দেশের প্রথম পাঁচ শীর্ষ রাজ্যের মধ্যে অন্ধপ্রদেশে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত দুই সপ্তাহে প্রায় ৩০ শতাংশ কমেছে সংক্রমণ হার। দেশের দক্ষিণের এই রাজ্যে ১০ সেপ্টেম্বর থেকে টানা ১০ দিন ধরে ১০ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে এই রাজ্যে। তবে বর্তমানে সেই সংখ্যা কমে ৮ হাজারে নেমে এসেছে। রাজ্যের দৈনিক বৃদ্ধির হার মাসের শুরুতে যা ছিল তার অর্ধেক হয়েছে। ২.৫ শতাংশ থেকে কমে ১.২৫ শতাংশে দাঁড়িয়েছে সেই হার।
এমনকী, মহারাষ্ট্রেও অ্যাক্টিভ কেস গত এক সপ্তাহে প্রায় দশ শতাংশ কমেছে। এখন ৩ লক্ষেরও বেশি থেকে এখন ২.৭৫ লক্ষ হয়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। তামিলনাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশে এই হ্রাস কিছুটা কম হলেও সেটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত ছ'দিন ধরে, করোনা মুক্তের সংখ্যা নতুন সনাক্তকরণকে ছাড়িয়ে গিয়েছে। এই প্রবণতাটি জাতীয় পর্যায়ে আশা দেখাচ্ছে।
এর ফলে দেশে অ্যাক্টিভ কেস ১৭ সেপ্টেম্বরে ১০ লক্ষ ১৭ হাজার থেকে কমে এখন ৯ লক্ষ ৬৬ হাজারে নেমে এসেছে। অতিমারী শুরুর আগে কখনও অ্যাক্টিভ কেস এতটা ধারাবাহিকভাবে কমতে দেখা যায়নি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন