মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি মানতেই দেশে কমল আক্রান্তের সংখ্যা

হিসেব বলছে শুক্রবারের থেকে এই কোভিড অ্যাক্টিভ সংখ্যাপ্রায় ৩ হাজার কম। তবে পরীক্ষা কম হওয়ার জন্যই কমেছে আক্রান্তের সংখ্যা এমনটা কিন্তু নয়।

হিসেব বলছে শুক্রবারের থেকে এই কোভিড অ্যাক্টিভ সংখ্যাপ্রায় ৩ হাজার কম। তবে পরীক্ষা কম হওয়ার জন্যই কমেছে আক্রান্তের সংখ্যা এমনটা কিন্তু নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি

করোনা সংক্রমণে রাজ্যের অবস্থা তথৈবচ হলেও দেশে কিন্তু শনিবার প্রায় অনেকটাই কমল করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৭৬ হাজারেরও কম আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে। হিসেব বলছে শুক্রবারের থেকে এই কোভিড অ্যাক্টিভ সংখ্যাপ্রায় ৩ হাজার কম। যা গত মাসের তুলনায় অনেকটাই কম। তবে পরীক্ষা কম হওয়ার জন্যই কমেছে আক্রান্তের সংখ্যা এমনটা কিন্তু নয়।

Advertisment

গত কয়েক সপ্তাহ ধরে করোনার বৃদ্ধি, সুস্থতার হার বৃদ্ধিতে কোনও বিশ্লেষণেই বোঝা সম্ভব হচ্ছিল না। দেশে করোনা পরীক্ষার হার কিন্তু কমেনি। কিন্তু আক্রান্তের সংখ্যা কমেছে অনেকটাই। সেপ্টেম্বরের তুলনায় পরীক্ষার সংখ্যা একই রয়েছে। কিন্তু সেই সময় আক্রান্তের সংখ্যা ছিল ৯০ হাজারেরও বেশি। তবে গত এক সপ্তাহে কিন্তু সেই সংখ্যা কমে ৮০ হাজারের নীচে এসেছে।

publive-image

Advertisment

এই দিকটি আশা দেখালেও এর কারণ এখনও পরিস্কার নয়। এই আনলক পর্যায়ে মানুষের গতিবিধি বেড়েছে, বাসে-রাস্তায় ভিড়ও বেড়েছে। তবে ঠিক কী কারণে এই সংখ্যা হ্রাস সেই কারণ এখনও অধরা। তবে মনে করা হচ্ছে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার ফলেই কমেছে এই সংখ্যা। যদিও সেরো সার্ভে জানাচ্ছে যে এখনও সেই জায়গায় ভারত পৌছয়নি যেখানে অতিমারী চোখের পলকে কমতে শুরু করবে।

রাজ্যগুলির দিকে যদি দেখা যায় পরিসংখ্যান বলছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং বিহারে কিন্তু কমছে আক্রান্ত সংখ্যা। শনিবার দেশে ৮২ হাজার জন এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona COVID-19