ম্য়াচ না হলে সমস্য়া বেশি ভারতেরই

নিউজিল্য়ান্ড তিনটি ম্য়াচ জিতে টেবিলের শীর্ষ রয়েছে। আরও একটি পয়েন্ট পেয়ে গেলে বাকি পাঁচটি ম্য়াচের দুটিতে জিতলেই তারা পরের ধাপে চলে যাবে। 

নিউজিল্য়ান্ড তিনটি ম্য়াচ জিতে টেবিলের শীর্ষ রয়েছে। আরও একটি পয়েন্ট পেয়ে গেলে বাকি পাঁচটি ম্য়াচের দুটিতে জিতলেই তারা পরের ধাপে চলে যাবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
team india rain_759

ভারতের ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে (টুইটার)

তিনটি ম্য়াচ ইতিমধ্য়েই ধুয়ে গেছে এবারের বিশ্বকাপে। ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচেও আবহাওয়াই মূল নজরে। বিবিসি-র খবর অনুযায়ী বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ট্রেন্ট ব্রিজে।

Advertisment

এ অবস্থায় আরও একটি বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্য়াচের সম্ভাবনা প্রবল। তেমন হলে নিউজিল্য়ান্ডের তুলনায় ক্ষতি বেশি হবে ভারতের। নিউজিল্য়ান্ড তিনটি ম্য়াচ জিতে টেবিলের শীর্ষ রয়েছে। আরও একটি পয়েন্ট পেয়ে গেলে বাকি পাঁচটি ম্য়াচের দুটিতে জিতলেই তারা পরের ধাপে চলে যাবে।

ভারতের দিক থেকে হিসেবটা অন্য়। তারা দুটি ম্য়াচে জিতেছে। এবার তারা কি পয়েন্ট পাবে না কি পয়েন্ট হারাবে! ভারত শেষ আটটি একদিনের আন্তর্জাতিকের মধ্য়ে ৬টিতে নিউজিল্য়ান্ডকে হারিয়েছে, কিন্তু কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে এই টুর্নামেন্টের ওয়ার্ম আপ ম্য়াচেই গুটিয়ে গেছে তারা।

Advertisment

Read the Story in English

Cricket World Cup