Advertisment

Explained: রাশিয়ায় বিপুল বিনিয়োগ, বিপাকে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো, লভ্যাংশ আটকে মস্কোয়

রাশিয়ার ওপর কবে নিষেধাজ্ঞা উঠবে, এখন সেদিকেই তাকিয়ে নয়াদিল্লি

author-image
IE Bangla Web Desk
New Update
Russia Oil

ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো রাশিয়ায় ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। রাশিয়ার প্রকল্পে ওই অর্থ বিনিয়োগ করা হয়েছে। যে সংস্থাগুলো বিনিয়োগ করেছে, সেগুলো হল- ওএনজিসি বিদেশ (ওভিএল), অয়েল ইন্ডিয়া (ওআইএল), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রো রিসোর্সেস (বিপিআরএল)। সমস্যা হয়েছে, বিনিয়োগ করেও সংস্থাগুলো রাশিয়া থেকে ভারতে তাদের লভ্যাংশ আনতে পারছে না। বরং, লভ্যাংশের অর্থ পড়ে রয়েছে রাশিয়ায় ভারতীয় ব্যাংকের এক শাখায়।

Advertisment

নিষেধাজ্ঞার গেরো
ভারতীয় তেল সংস্থাগুলো এই অর্থ আনতে পারছে না, কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। তার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রসংঘ, বিভিন্ন স্তরের নিষেধাজ্ঞা নেমে এসেছে রাশিয়ার ওপর। রাশিয়ার আর্থিক লেনদেন তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার মুদ্রা বর্তমানে আন্তর্জাতিক দুনিয়ার বিরাট অংশ গ্রহণ করছে না। যার জেরে ভারতও পড়েছে সমস্যায়।

অন্য দেশগুলোও বিপাকে
সবচেয়ে বড় কথা, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই, সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) আর্থিক লেনদেন প্রক্রিয়াকরণ ব্যবস্থা থেকে বেশ কয়েকটি বড় রাশিয়ান ব্যাংককে নিষিদ্ধ করেছে। যা বিশ্বব্যাপী অর্থ লেনদেনের সুযোগ থেকে মস্কোর ক্ষমতাকে ব্যাপকভাবে সংকুচিত করেছে। আর, তার জেরে রুশ সরকারও বিনিময় হারের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে ডলারে ঋণ চোকানো, লভ্যাংশ দেওয়া বন্ধ রেখেছে। এতে রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্ক আছে, এমন বাকি দেশগুলো পড়েছে ভয়ানক বিপদে। তার মধ্যে ভারতীয় তেল সংস্থাগুলোও আছে।

রাশিয়ার তেল সম্পদে বিনিয়োগ
কয়েক বছর ধরে, ভারতীয় সরকারি সংস্থাগুলো রাশিয়ায় তেল ও গ্যাস উৎপাদনে বিপুল অর্থ বা বিলিয়নের পর বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ভারত এবং রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব আছে। সেকথা মাথায় রেখে ভারতীয় তেল সংস্থাগুলো রাশিয়ার খনিজ সম্পদে অর্থ বিনিয়োগ করেছে।

আরও পড়ুন- মহেঞ্জদারোর নৃত্যরতা বালিকা, হঠাৎ এনিয়ে বিতর্ক কীসের?

ভারত কত বিনিয়োগ করেছে এবং কোথায়?
যেমন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-র বিদেশি বিনিয়োগকারী শাখা ওভিএলের, রাশিয়ার সাখালিন-১ প্রকল্পে ২০% এবং ভ্যাঙ্করনেফট প্রকল্পে ২৬% অংশীদারিত্ব রয়েছে৷ ভারতীয় সংস্থাটি ইম্পেরিয়াল এনার্জিরও অংশীদার। যার খনির ক্ষেত্র আছে সাইবেরিয়ায়। এছাড়া আইওসি, আইওএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর শাখা বিপিআরএলের ভ্যাঙ্করনেফটে ২৩.৯% এবং তাস-ইউরিয়াখ নেফতেগাজোদোবাইচায় ২৯.৯% শেয়ার আছে।

India Oil Company Russia-Ukraine Conflict
Advertisment