আইসিস নেতা আবু বকর আল বাগদাদির একটি ভিডিও নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভিডিও থেকে একটা বিষয় স্পষ্ট যে এতদিন ধরে বিশেষজ্ঞরা আইসিস সম্পর্কে যা বলছিলেন, তাই সত্য প্রমাণিত হয়েছে। ইরাক এবং সিরিয়ায় তাদের এলাকা হাতছাড়া হয়েছে বটে, কিন্তু আইসিস মরে যায়নি, আইসিস মুছে যায়নি।
২৯ এপ্রিল আইসিস এই ভিডিওটি প্রকাশ করেছে। ইরাকের মসুলের কর্তৃত্ব দাবি করার পাঁচ বছর পর আল বাগদাদির এই ভিডিও। সিরিয়ার বাগুজে পরাজয়ের পর আইসিসের হাত থেকে সমস্ত এলাকাই হাতছাড়া হয়েছে। তার বেশ কয়েক সপ্তাহ পর এই ভিডিও প্রকাশ্যে এসেছে। তবে আল বাগদাদি কোথায় আছে, তা এখনও রহস্যাবৃত। এ ভিডিওয় সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে একটি কার্পেটে মোড়া মেঝের ওপর আল বাগদাদি বসে রয়েছে, দেখা যাচ্ছে কার্পেটের সঙ্গে রং মেলানো কুশন এবং দেওয়ালের গায়ে হেলান দেওয়া একটি রাইফেল। ভিডিওয় আল বাগদাদিকে একটি কালো রঙের টিউনিক পরে থাকতে দেখা গেছে, মাথা তার কালো কাপড়ে ঢাকা।
এই ভিডিওর মাধ্যমে আল বাগদাদি সারা পৃথিবীর কাছে বার্তা দিল যে সে জীবিত রয়েছে। একই সঙ্গে তার কর্তৃত্ব সম্পর্কেও সংশয়ের নিরসন ঘটাল সে। একই সঙ্গে আইসিস উদ্বুদ্ধ বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীকেও সে এই বার্তা দেওয়ার চেষ্টা করল যে খেলা এখনও শেষ হয়নি, আইসিস এখনও সক্রিয়।
এই ভিডিওয় আল বাগদাদিকে বলতে শোনা যাচ্ছে যে শ্রীলঙ্কায় আক্রমণের ঘটনা সিরিয়ার বাগুজের প্রতিশোধ। উল্লেখ্য শ্রীলঙ্কায় গির্জা ও বিলাসবহুল হোটেলে ধারাবাহিক বিস্ফোরণের তিন দিন পরে নাশকতার দায় স্বীকার করে আইসিস। সিরিয়ার বাগুজ ছিল আইসিসের শেষ শক্ত ঘাঁটি। এই যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আইসিস শেষ হয়ে গিয়েছে। বাগদাদির কথায়, বাগুজের পরাজয় সাময়িক, দ্রুত তা কাটিয়ে উঠবে আইসিস।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী এই ভিডিওটি শ্রীলঙ্কার ঘটনার আগে রেকর্ড করা হয়েছে, কারণ ওই অংশটুকুর কেবল অডিও রেকর্ডিং রয়েছে।
Read the Full Story in English