১৯৪৮ সাল থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে বিরোধ চলছে।
গত ৭ অক্টোবর হামাস ইজরায়েলের ওপর একটি নজিরবিহীন আক্রমণ শুরু করার পর থেকে, এই অঞ্চলে সংঘাত ব্যাপকহারে বেড়েছে। যা ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া ইজরায়েল-প্যালেস্তাইনের মধ্যে তিক্ত সংঘাতের সর্বশেষ রক্তাক্ত অধ্যায়।
Advertisment
আব্বাস মাহমুদ ৮৭ বছর বয়সি আব্বাস ২০০৫ সাল থেকে প্যালেস্তাইন রাষ্ট্রের (পশ্চিম তির)-এর প্রেসিডেন্ট। তিনি প্যালেস্তাইনের মধ্যপন্থী কণ্ঠস্বর এবং হামাসের সমালোচক। আব্বাস বর্তমান হিংসা চলাকালীন সাধারণ নাগরিকদের হত্যার নিন্দা করেছেন।
জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলে আল আকসা প্রাঙ্গণে দ্য ডোম অফ রক। (উইকিমিডিয়া কমন্স)
আল আকসা আল আকসা বলতে জেরুজালেমের পুরাতন শহরের ডোম অফ রক এবং আল আকসা মসজিদ-সহ ইসলামিক ধর্মীয় ভবনগুলির প্রাঙ্গণকে বোঝায়। খ্রিস্টান এবং ইহুদি ধর্মীয় স্থান সংলগ্ন অবস্থিত আল আকসা ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের একটি কারণ। হামাসের সাম্প্রতিক অভিযানের নাম ‘অপারেশন আল আকসা স্টর্ম’।
Advertisment
আরব আরবরা হল পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় কেন্দ্রীভূত একটি জাতি গোষ্ঠী। তারা ঐতিহ্য অনুসারে ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের পিতৃপুরুষ আব্রাহামের বংশধর। আজ, আরবরা প্রধানত সুন্নি মুসলমান। যদিও শিয়া, খ্রিস্টান, ইহুদি এবং মুশরিকরাও এই জনসংখ্যার মধ্যে রয়েছে। আরবি ভাষার উদ্ভব হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে।
আশকেলন আশকেলন এর নাম এক প্রাচীন বন্দরের নামানুসারে। আশকেলন দক্ষিণ ইজরায়েলের একটি উপকূলীয় শহর। গাজা থেকে মাত্র ১৩ কিলোমিটার উত্তরে। এখানে হামাস ব্যাপক হামলা চালিয়েছে। জঙ্গি সংগঠনটি এই শহরের দিকে অসংখ্য রকেট নিক্ষেপ করেছে। বুধবার এমনই এক রকেট শহরের এক হাসপাতালে আঘাত হানে।
বেলফোর ঘোষণা ১৯১৭ সালে ব্রিটিশ-ইহুদি সম্প্রদায়ের নেতা লর্ড রথচাইল্ডের কাছে জারি করা ব্রিটিশ বিদেশ সচিব আর্থার বেলফোরের একটি সরকারি বিবৃতি। এই বিবৃতিতে প্রথমবারের মত, প্যালেস্তাইনে একটি 'ইহুদি জাতীয় বাড়ি'-র জন্য ব্রিটিশ সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সময়ে যা ছিল স্রেফ ব্রিটেনের সরকারি নির্দেশনামা। সেটাই ৩০ বছর পরে, ইজরায়েল সৃষ্টির ভিত্তি হয়ে ওঠে।
চিন ইজরায়েলের প্রধান অর্থনৈতিক অংশীদার হওয়া সত্ত্বেও, প্যালেস্তাইন এবং বাকি আরব বিশ্বের সঙ্গেও চিন উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক উত্তেজনার পরে চিনের বিবৃতি উল্লেখযোগ্য ছিল, কারণ এটি অন্যান্য অনেক দেশের মতো হামাসের নিন্দা করেনি। পরিবর্তে, 'সব পক্ষ'কে 'সংযম রক্ষা করার আহ্বান জানিয়েছে'।
দেইফ মহম্মদ হামাসের সর্বশেষ অভিযানের পিছনে উঠছে এই নেতার নাম। ২০০২ সাল থেকে হামাসের সামরিক শাখার প্রধান দেইফ মহম্মদ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তিনি দীর্ঘদিন ধরে ইজরায়েলের হিট লিস্টের শীর্ষে ছিলেন। তাতে তাঁর একটি হাত, একটি পা এবং একটি চোখ খোওয়া গিয়েছে। তবে, তিনি বেঁচে গিয়েছেন।
মিশর ইজরায়েল ছাড়াও মিশর হল গাজা সীমান্তের অন্য দেশ। গাজার দক্ষিণে অবস্থিত। মিশরীয় বাহিনী ১৯৪৯-৬৭ সালের মধ্যে গাজা দখল করে। তৃতীয় আরব-ইজরায়েল যুদ্ধে ইসরায়েলের কাছে তাদের পরাজয় ঘটে। মিশর গাজার সঙ্গে রাফাহ সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে। সাধারণ নাগরিকদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছে। সেই সব নাগরিকদের প্রবেশের অধিকার দিতে অস্বীকার করেছে, যারা অবরুদ্ধ অঞ্চল থেকে পালাতে চায়।
ফাতাহ পূর্বে প্যালেস্তাইনের জাতীয় মুক্তি আন্দোলন নামে পরিচিত ছিল এই ফাতাহ। সংগঠনটি ১৯৫৯ সালে ইয়াসির আরাফাত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৪ সালে আরাফাতের মৃত্যুর পর থেকে ফাতাহ দলাদলি এবং অন্তর্দ্বন্দ্বে জীর্ণ হয়ে গিয়েছে। বর্তমানে মাহমুদ আব্বাসের সভাপতিত্বে ফাতাহ প্যালেস্তাইন সরকারের প্রধান। ফাতাহ রামাল্লা থেকে পশ্চিম তিরের (ওয়েস্ট ব্যাংক) প্রায় ৪০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করে। ২০০৬ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ ফাতাহর থেকে ছিনিয়ে নেয়।
গাজা গাজা একটি ভূখণ্ড, যার আয়তন মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার। এর পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর ও পূর্বে ইজরায়েল এবং দক্ষিণে মিশর। এটি ২০ লক্ষেরও বেশি প্যালেস্তিনীয়র আবাসস্থল। ইজরায়েল ২০০৭ সাল থেকে গাজা অবরোধ করেছে। হামাস গাজা থেকেই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সাম্প্রতিক উত্তেজনার জন্ম দিয়েছে।