রবিবার (১০ সেপ্টেম্বর) ইতালির মিডিয়া জানিয়েছে, চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে বেরিয়ে যাচ্ছে ইতালি। ব্যাপারটা নিয়ে জলঘোলা হতেই পরদিন অবশ্য সুর নরম করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, 'বিআরআইয়ের চেয়ে চিনের সঙ্গে ইতালির সম্পর্ক আরও বেশি ভালো।' এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। মেলোনি স্পষ্ট জানিয়েছেন, বিআরআই ত্যাগ করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এখনও বাকি। ইতালি হল ইউরোপীয় ইউনিয়ন এবং জি৭-ভুক্ত (মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপানকে নিয়ে গঠিত আর্থিক গোষ্ঠী) একমাত্র দেশ, যারা বিআরআইয়ের সঙ্গে যুক্ত হয়েছিল। এই যোগদান পর্ব সম্পন্ন হয়েছিল ২০১৯ সালে।
কী এই বিআরআই?
চিনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প হল একটি বিশাল বাণিজ্য, পরিকাঠামোগত নেটওয়ার্ক- যা প্রাচীন সিল্ক রুটের ওপর ভিত্তি করে দেশটিকে পশ্চিমী দুনিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পথ দেখিয়েছিল। শি জিনপিং সরকারের উদ্যোগে চিন অংশীদার দেশগুলোয় সেতু, রাস্তা, বন্দর নির্মাণে বিনিয়োগ করেছে আর, ডিজিটাল সংযোগ স্থাপন করেছে।
জি২০ সম্মেলনে কী ঘটেছে?
শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে মেলোনি চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করেন। রবিবার, প্রতিবেদনে উঠে আসে যে ইতালি বিআরআই থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যদিও সূত্রের খবর, বেজিংয়ের ক্ষোভ প্রশমন করতে ২০০৪ সালে স্বাক্ষরিত চিনের সঙ্গে আরেকটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে ইতালি।
ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য
রবিবার, জি২০ শীর্ষ সম্মেলনের শেষে একটি সাংবাদিক বৈঠকে মেলোনি বলেন, 'এমন কিছু ইউরোপীয় দেশ আছে, যারা সাম্প্রতিক বছরগুলোতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ নয়। কিন্তু, তারা চিনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা বিআরআইয়ের বিষয়ে যে সিদ্ধান্ত নেব, তা উভয়পক্ষের জন্যই উপকারী এবং ভালো। পাশাপাশি, একটি অংশীদারিত্বের নিশ্চয়তাও দেবে।' মেলোনি আরও জানিয়েছেন, চিনারা তাকে বেজিং সফরের জন্য নতুন করে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু, কোনও তারিখ নির্ধারণ করেনি। শুধু তাই নয়, ইতালির সরকারকে একটি বিআরআই অনুষ্ঠানের মঞ্চেও আমন্ত্রণ জানিয়েছে। এই অনুষ্ঠান হবে অক্টোবরে।
আরও পড়ুন- স্বাস্থ্য সম্পর্কে জি২০-র ঘোষণা: কোন তিনটি ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে ভারত?
ইতালি কি প্রথমবার বিআরআই ছাড়ার ইঙ্গিত দিল?
ইতালির রাজনৈতিক নেতাদের একাংশের অভিযোগ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তিতে ইতালির অন্তর্ভুক্তি ইতালির চেয়ের চিনকেই বেশি উপকৃত করেছে। চলতি বছরের জুলাই মাসে, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো সংবাদপত্র 'করিয়ের ডেল্লা সেরা'কে বলেছেন যে ইতালি, 'বেজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না-করে ইতালি বিআরআই থেকে বেরিয়ে যেতে চায়। সিল্ক রোডে যোগদানের বিষয়টি দ্বিগুণ নেতিবাচক ফলাফল দিয়েছে। আমরা চিনে প্রচুর কমলা রফতানি করেছি, আর তারা তিন বছরে ইতালিতে রফতানি তিন গুণ বাড়িয়েছে।' ক্রোসেটো সাক্ষাৎকারে এমনটাই বলেছেন।