Advertisment

Explained: কেরলে ধর্মস্থানে ভয়াবহ বিস্ফোরণ, নিশানায় যিহোবার সাক্ষীরা, এঁরা কারা?

এই সংগঠনের প্রধান কার্যালয় আমেরিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kerala blast

রবিবার এরনাকুলাম জেলার কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণটি ঘটেছে। (ছবি: পিটিআই)

কোচির কাছে যিহোবার সাক্ষী সম্প্রদায়ের রবিবারের প্রার্থনা সম্মেলনে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। এই হামলায় এক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। যিহোবার সাক্ষীদের প্রধান কার্যালয় আমেরিকা যুক্তরাষ্ট্রে। এরা একটি হাজার বছরের পুরোনো ধর্মচেতনা মতবাদে বিশ্বাসী খ্রিস্টান ধর্মগোষ্ঠী, যারা একেশ্বরবাদে বিশ্বাসী।

Advertisment

যা ঘটেছে

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। ঘটনাটি কালামাসেরির জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সিবিশন সেন্টারে ঘটেছে। সেখানে প্রার্থনা করতে গোটা রাজ্য থেকে প্রায় ২,৫০০ জন প্রার্থনা করতে জড় হয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্যাপারে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। তিনি জাতীয় তদন্তকারী সংস্থা এবং এনএসজিকে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

যিহোবার সাক্ষী কারা?

যিহোবার সাক্ষীরা একটি খ্রিস্টান সম্প্রদায়। কিন্তু, তারা পবিত্র ত্রিতত্ত্বে বিশ্বাস করে না। পবিত্র ত্রিতত্ত্ব মনে করে ঈশ্বর হলেন পিতা। পুত্র হলেন যিশু খ্রিস্ট। আর, রয়েছে পবিত্র আত্মা। যিহোবা সম্প্রদায় যিহোবাকে, 'একজন সত্য ও সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টিকর্তা' হিসেবে উপাসনা করেন। তাঁরা মনে করেন, যিহোবারা হলেন, 'আব্রাহাম, মুসা ও যিশু', তাঁরা ঈশ্বর। তাঁরা যিশু খ্রিষ্টকে, 'স্বর্গে ঈশ্বরের রাজ্যের রাজা' বলে বিশ্বাস করেন। কিন্তু, সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে দেখেন না। তাঁদের বিশ্বাসের ভিত্তি বাইবেলের পাঠ্য। এই বাইবেলের পাঠ্যকে তাঁরা ঈশ্বরের বাণী হিসেবে দেখেন। তাঁরা ক্রিসমাস বা ইস্টার উদযাপন করেন না। কারণ, তাঁরা বিশ্বাস করে যে এই ধরনের উত্সবগুলি পৌত্তলিক ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত। যিহোবার সাক্ষীরা তাদের সুসমাচারমূলক কাজের জন্য পরিচিত। তাঁরা চান ঘরে ঘরে যায়, 'সত্য' ছড়িয়ে দিতে। তারা বিশ্বাস করেন যে জগতের শেষ ঘনিয়ে এসেছে এবং 'ঈশ্বরের রাজ্য মানুষের সরকারকে প্রতিস্থাপিত করবে এবং পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করবে।' বিশ্বব্যাপী এই সম্প্রদায়ের লক্ষ লক্ষ অনুসারী রয়েছে।

আরও পড়ুন- গাজায় যুদ্ধের ওপর রাষ্ট্রসংঘে ভোটাভুটি, কেন বিরত থাকল ভারত?

যিহোবার সাক্ষী সম্প্রদায়ের উৎপত্তি

১৮৭০-এর দশকে আমেরিকান যাজক চার্লস টেজ রাসেল দ্বারা শুরু হওয়া বাইবেল ছাত্র আন্দোলনের মধ্যে এই সম্প্রদায়ের উৎপত্তি। বর্তমানে, যিহোবার সাক্ষীদের গভর্নিং বডি নিউ ইয়র্কের ওয়ারউইকে রয়েছে। এই সম্প্রদায়ের মতবাদ প্রচারের প্রধান সংস্থাটিকে বলা হয় ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভানিয়া। যার সদর দফতরও ওয়ারউইকে। যিহোবার সাক্ষীরা সাধারণত অন্যান্য ধর্মীয় সংগঠন থেকে দূরে থাকে। তাদের ওয়েবসাইট, jw.org। এই ওয়েবসাইট বলে, 'আমরা রাজনৈতিক বিষয়ে কঠোরভাবে নিরপেক্ষ থাকি। অন্যান্য ধর্মের সঙ্গে সম্পর্ক এড়াই। যাই হোক, এই ধরনের বিষয়ে অন্যরা যে পছন্দগুলি করে আমরা তাকে সম্মান করি।'

Blast kolkata police kerala Death
Advertisment