Advertisment

Loksabha Election 2024: বিরাট ছক? দেশে মুসলিম প্রার্থীদের হাল জানলে চোখ কপালে উঠবে!

Muslim candidates: কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি এবং সিপিআই(এম) এবার ৭৮ জন মুসলিমকে প্রার্থী করেছে। ২০১৯ সালে এই দলগুলো ১১৫ জন মুসলিমকে প্রার্থী করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Loksabha, Election, লোকসভা, নির্বাচন

Loksabha-Election: এবারের নির্বাচনের প্রচারে বিজেপি হিন্দুত্ববাদের ওপর জোর বাড়িয়েছে। (ফাইল ছবি)

Muslim candidates fall across main parties: চলতি লোকসভা নির্বাচনে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলে মুসলিম প্রার্থীদের সংখ্যা কমেছে। পাঁচ বছর আগের লোকসভা নির্বাচন ২০১৯-এ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ১১৯। সেটাই এবার কমে হয়েছে ৭৮। তার মধ্যে ৩৫ জন মুসলিম প্রার্থী নিয়ে বহুজন সমাজ পার্টি বা বিএসপি তালিকায় এগিয়ে আছে।

Advertisment

বিরোধীদের মুসলিম প্রার্থীও কমেছে

কংগ্রেস এবার আগের চেয়ে অনেক কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১৯ সালে তাদের মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ৩৪। সেটাই এবার কমে হয়েছে ১৯। বিজেপি এবারের লোকসভা নির্বাচনে মাত্র ১ জন মুসলিমকে প্রার্থী করেছে। আর, বিহারে বিজেপির সহযোগী জেডি(ইউ) করেছে আরও একজনকে। অন্যান্য বিরোধী দলগুলোও মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি এবং সিপিআই(এম) এবার ৭৮ জন মুসলিমকে প্রার্থী করেছে। ২০১৯ সালে এই দলগুলো ১১৫ জন মুসলিমকে প্রার্থী করেছিল।

গত লোকসভায় মুসলিম সাংসদ

২০১৯ সালে, ২৬ জনের মতো মুসলিম প্রার্থী সাংসদ হয়েছিলেন। তার মধ্যে কংগ্রেস এবং টিএমসি থেকে চার জন, বিএসপি এবং এসপি থেকে তিন জন। এনসিপি ও সিপিআই(এম) থেকে একজন করে মুসলিম প্রার্থী হয়েছিলেন। বাকি ১০ সাংসদ অসমের এআইইউডিএফ, লোক জনশক্তি পাসওয়ান (এখন দুটি উপদলে বিভক্ত), আইইউএমএল এবং জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সদস্য।

এবার বিএসপির মুসলিম প্রার্থী

বিএসপি এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি, ৩৫ জন মুসলিমকে প্রার্থী করেছে। যা সব দলের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে অর্ধেকের বেশি প্রার্থী উত্তরপ্রদেশের- ১৭ জন। এছাডা়ও রয়েছে মধ্যপ্রদেশের ৪ জন। বিহার ও দিল্লিতে ৩ জন করে মুসলিম প্রার্থী। উত্তরাখণ্ডে ২ জন মুসলিমকে প্রার্থী করেছে বিএসপি। আর রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং গুজরাটে একজন করে মুসলিমকে প্রার্থী করেছে।

আরও পড়ুন- সাইবার অপরাধীদের নতুন কায়দা ‘ডিজিটালি গ্রেফতার’, আগেভাগে না জানলে বিপদে পড়বেন আপনিও

বিএসপির মুসলিম প্রার্থীও কমেছে

তাতেও কিন্তু, বিএসপির মুসলিম প্রার্থীর সংখ্যাও কমেছে। এবার তারা ৩৫ জন মুসলিমকে প্রার্থী করেছে। পাঁচ বছর আগে ২০১৯ সালে বিএসপি ৩৯ জন মুসলিমকে প্রার্থী করেছিল। ১০ বছর আগে, ২০১৪ সালে তারা ৬১ জন মুসলিমকে প্রার্থী করেছিল। অবশ্য, ২০১৪ সালে বিএসপির একজন মুসলিম প্রার্থীও জয়ী হয়নি। সেইবার অর্থাৎ ২০১৪ সালে, বিএসপি ৫০৩টি আসনে মুসলিম প্রার্থী দিয়েছিল। এবার সংখ্যাটা অনেক কমে গেছে। এবার তারা ৪২৪ আসনে মুসলিম প্রার্থী দিয়েছে। এভাবে এবারের লোকসভা নির্বাচনে সব দলের মুসলিম প্রার্থীর সংখ্যা কমে যাওয়া, হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তের ফল বলেই বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

election commission Muslim loksabha election 2024 Candidate List Election
Advertisment