Loksabha Election 2024 Sikhs for Justice: দিল্লির লেফটেন্যান্ট-গভর্নর ভিকে সাক্সেনা সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-কে দিয়ে তদন্তের সুপারিশ করেছেন। অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিউইয়র্ক-ভিত্তিক খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে) থেকে অর্থ নিয়েছেন। উদ্দেশ্য, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তথা ভারত-বিরোধিতা।
লেফটেন্যান্ট গভর্নরের অভিযোগ
দিল্লির লেফটেন্যান্ট-গভর্নরের অফিসের সূত্র, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে যে প্রবাসী হিন্দু অ্যাডভোকেসি সংস্থা ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের আশু মঙ্গিয়ার এই অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে এনেছেন। মঙ্গিয়ার অভিযোগ করেছেন যে কেজরিওয়ালের আম আদমি পার্টি, 'দেবিন্দর পাল ভুল্লরের মুক্তির জন্য এবং খালিস্তানপন্থী মনোভাব গ্রহণ করার জন্য'ই এসএফজে (SFJ) থেকে ১ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার পেয়েছে।
শিখস ফর জাস্টিস (SFJ) কী?
'শিখস ফর জাস্টিস', সংগঠন ২০০৭ সালে গুরপতবন্ত সিং পান্নুন প্রতিষ্ঠা করেছিল। পান্নুন একজন মার্কিন আইনজীবী। বর্তমানে বয়স প্রায় ৫০ এর কাছাকাছি। সংগঠনটির ওয়েবসাইট অনুযায়ী, এসএফজে 'ভারতের পঞ্জাব'-এ তাদের ঐতিহাসিক জন্মভূমিতে শিখ জনগণের জন্য আলাদা রাষ্ট্র তৈরি করতে চায়। যার নাম হবে, 'খালিস্তান'।
কানাডার সাংবাদিক এবং রক্তের বদলে রক্ত
ফিফটি ইয়ারস অফ দ্য গ্লোবাল খালিস্তান প্রজেক্ট (২০২১)-এর লেখক টেরি মিলুস্কি কানাডার একজন সাংবাদিক। তিনি বলেছেন, 'পান্নুনের নীতিবাক্য হল- ব্যালট নয় বুলেট। অথচ, ভারত থেকে পঞ্জাবকে বিচ্ছিন্ন করতে পান্নুনের সংগঠন ২০২০ সালে প্রবাসী পঞ্জাবিদের মধ্যে গণভোটের আয়োজন করেছিল। লন্ডনে আমার এক বন্ধু জানিয়েছেন, তিনি ভোট দেওয়ার জন্য অনলাইনে নাম নথিবদ্ধ করেছিলেন। নিজের নাম দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। আর, নির্বিবাদে নাম নথিভুক্ত করে ভোট দিয়েছেন। আর, এই ধরনের ভোটের ফলের ওপর ভিত্তি করেই গণভোটের সাফল্যের দাবি করে যাচ্ছে পান্নুন ও তার লোকজন।'
পান্নুনের ভারত বিরোধিতা
পান্নুনের সংগঠন, ভারত-বিরোধী শিখ জঙ্গিদের বিশেষ সম্মান দেয়। তাদের শহিদ বলে প্রচার করে। ১৯৮৫ সালের এয়ার ইন্ডিয়া বোমা বিস্ফোরণ মামলার মূল পরিকল্পনাকারী তালবিন্দর সিং পারমারকে পান্নুনের সংগঠন শহিদের মর্যাদা দেয়। ওই বিস্ফোরণে ৩২৯ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। কানাডার ইতিহাসে ওই বিমান বিস্ফোরণ সবচেয়ে মারাত্মক গণহত্যা হিসেবে চিহ্নিত। শুধু তাই নয়, ইন্দিরা গান্ধীর খুনি বিয়ন্ত ও সতবন্ত সিং-কেও শহিদের মর্যাদা দেয় পান্নুনের সংগঠন। বিয়ন্ত সিংয়ের সম্মানে ভারতে কেউ খালিস্তানের পতাকা ওড়ালে তাকে নতুন আইফোন উপহার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে পান্নুন। সেই ভিডিও ২০২০ সালেই ভাইরাল হয়েছিল। শুধু তাই নয়, পান্নুন নিজেও হামেশাই হিন্দু এবং অ-শিখ ভারতীয়দের ভিডিওর মাধ্যমে হুমকি দিয়ে থাকে।
আরও পড়ুন- চাঁদে বিরাট অভিযান! উপগ্রহটি সম্পর্কে যাবতীয় ধারণা বদলে দিতে চলেছে চাঙ্গি-৬?
ভারতে নিষিদ্ধ
ভারত পান্নুনকে জঙ্গি তালিকায় নথিবদ্ধ করেছে। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর আওতায় 'শিখস ফর জাস্টিস' সংগঠনকে নিষিদ্ধ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পঞ্জাবে জঙ্গি মতাদর্শ এবং বিচ্ছিন্নতাবাদে মদত দিচ্ছে 'শিখস ফর জাস্টিস'। তারা এজন্য বিদেশি রাষ্ট্রের থেকে সাহায্য নিচ্ছে। ভারতে পান্নুন এবং 'শিখস ফর জাস্টিস'-এর বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা নথিভুক্ত রয়েছে।