Advertisment

Tourist Spot: ঘুরতে যাওয়ার জায়গা, মালদ্বীপের চেয়ে লাক্ষাদ্বীপ কেন ভালো?

Indian Tourism: কোচি থেকে লাক্ষাদ্বীপের দ্বীপগুলোর নিকটতম অঞ্চলের দূরত্ব ২২০ কিলোমিটার। আর, সবচেয়ে দূরবর্তী স্থানের দূরত্ব ৪৪০ কিলোমিটার।

author-image
IE Bangla Web Desk
New Update
Beach। Lakshadweep

Lakshadweep: লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। (ছবি- টুইটার)

Islands: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'যাঁরা দুঃসাহসীকে আলিঙ্গন করতে চান', তাঁদের লাক্ষাদ্বীপকে গন্তব্য হিসেবে বেছে নিতে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে মালদ্বীপের সরকারি আধিকারিকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধেও মালদ্বীপবাসীর একাংশকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অনেকেই ক্ষোভে মালদ্বীপ সফর বাতিলের কথাও ঘোষণা করেছেন।

Advertisment
  • প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপের প্রশংসা করেছেন।
  • ৩৬টি প্রবাল দ্বীপের একটি সমষ্টি।
  • পরিসংখ্যান বলছে যে, লাক্ষাদ্বীপে বিদেশি পর্যটকদের সংখ্যা বেড়েছে।

মালদ্বীপ

মালদ্বীপ হল ১,১৯০টি প্রবাল দ্বীপের একটি দ্বীপপুঞ্জ। এখানে ২০টি বালির সৈকত আছে। এই দ্বীপপুঞ্জ কেরল এবং শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে উত্তর মধ্য ভারত মহাসাগরের একটি অংশে বিস্তৃত। মালদ্বীপের রাজধানী হল মালে। যা, তিরুবনন্তপুরম থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Modi। Lakshadweep
Modi in Lakshadweep: তাঁর লাক্ষাদ্বীপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি X.com এর মাধ্যমে প্রাপ্ত)

লাক্ষাদ্বীপ

লাক্ষাদ্বীপকে সংস্কৃত এবং মালয়ালম ভাষায় 'শত হাজার দ্বীপ' বলা হয়। এটি ৩৬টি প্রবাল দ্বীপের একটি সমষ্টি। যার মোট আয়তন মাত্র ৩২ বর্গ কিলোমিটার। লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। কোচি থেকে লাক্ষাদ্বীপের দ্বীপগুলোর নিকটতম অঞ্চলের দূরত্ব ২২০ কিলোমিটার। আর, সবচেয়ে দূরবর্তী স্থানের দূরত্ব ৪৪০ কিলোমিটার। এই দ্বীপগুলো মালদ্বীপের উত্তরে অবস্থিত। লাক্ষা এবং মাল, উভয় দ্বীপপুঞ্জই প্রবাল দ্বীপের একই শৃঙ্খলের অংশ। এই প্রবাল শৃঙ্খল বা শিকল, বিষুব রেখা ছাড়িয়ে দক্ষিণ দিকে চাগোস দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত।

Maldives। Lakshadweep
Lakshadweep: মোট আয়তন মাত্র ৩২ বর্গ কিলোমিটার। (ছবি-এক্সপ্রেস)

বর্তমানে কতজন পর্যটক লাক্ষাদ্বীপে যান?

কোন আপডেটেড ডেটা নেই। তবে সংখ্যাটা, ভারতের অন্যান্য পর্যটন গন্তব্যের তুলনায় অত্যন্ত কম। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দ্বারা প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম স্ট্যাটিস্টিকস ২০১৯ অন্তত তাই বলছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ১০,৪৩৫ জন দেশি পর্যটক এবং ১,৩১৩ জন বিদেশি পর্যটক ২০১৮ সালে লাক্ষাদ্বীপে গিয়েছিলেন। ২০১৭ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৬,৬২০ এবং ১,০২৭। পরিকল্পনা ও পরিসংখ্যান দফতরের অন্তর্গত বেসিক স্ট্যাটিস্টিকস ২০১৪ বলছে, লাক্ষাদ্বীপে ৫,২৭৭ জন ভারতীয় এবং ৩৯৮ জন বিদেশি ২০১৩-১৪ সালে ভ্রমণ করেছিলেন। আর, ২০১৪-১৫ সালে ভ্রমণ করেছিলেন ৫,৩৭৭ জন ভারতীয় এবং ৩৪৭ জন বিদেশি।

আরও পড়ুন- নকশাতেই বাজিমাত, রামমন্দির ফেরাতে চলেছে রামায়ণের যুগের পরিবেশ!

লাক্ষাদ্বীপে পর্যটকদের ভ্রমণ

২০১৮- ১০,৪৩৫ জন দেশি পর্যটক এবং ১,৩১৩ জন বিদেশি পর্যটক।

২০১৭- ৬,৬২০ জন দেশি পর্যটক এবং ১,০২৭ জন বিদেশি পর্যটক।

২০১৫- ৫,৩৭৭ জন দেশি পর্যটক এবং ৩৪৭ জন বিদেশি পর্যটক।

২০১৪- ৫,২৭৭ জন দেশি পর্যটক এবং ৩৯৮ জন বিদেশি পর্যটক।

এই পরিসংখ্যান বলছে যে লাক্ষাদ্বীপে বিদেশি পর্যটকদের সংখ্যা বেড়েছে। যার কারণ প্রাকৃতিক পরিবেশ, শান্তি আর নিরাপত্তা।

India Tourist Lakshadweep
Advertisment