বিদেশিদের জন্য নতুন ব্যক্তিগত আইন জারি আমিরশাহিতে, কী লাভ পাবেন ভিনদেশের নাগরিকরা? : marriage-divorce and child custody of UAE for non-muslim residents say | Indian Express Bangla

Explained: বিদেশিদের জন্য নতুন ব্যক্তিগত আইন জারি আমিরশাহিতে, কী লাভ পাবেন ভিনদেশের নাগরিকরা?

‘লিভ-ইন’ সম্পর্ক এবং তার জেরে গর্ভধারণকেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই আরব দেশে।

UAE judicial systems
সংযুক্ত আরব আমিরশাহির বিচার ব্যবস্থা

সংযুক্ত আরব আমিশাহিতে (ইউএই) বসবাসকারী অমুসলিমদের জন্য বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন পারিবারিক আইন বা ‘ফেডারেল পার্সোনাল স্ট্যাটাস ল’ বলবৎ হয়েছে। এই আইন সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসরত অমুসলিম প্রবাসী বা বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই আইনে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তানের হেফাজত, উত্তরাধিকার, উইল এবং পিতৃত্বের মত পারিবারিক আইনের বিভিন্ন দিকের বলা আছে।

প্রয়াত জায়েদের অবদান
এই আইন ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি কার্যকর হলেও ২০২১ সালের ২৭ নভেম্বর অনুমোদন পেয়েছিল। প্রয়াত প্রেসিডেন্ট মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, যিনি সংযুক্ত আরব আমিরশাহির ৪০টিরও বেশি বিভিন্ন আইনে সংশোধন করেছিলেন, তার মধ্যে এই আইন ছিল অন্যতম।

এই আইনের দরকার কী ছিল?
সংযুক্ত আরব আমিরশাহির বিচার ব্যবস্থায় নতুন সংস্কারগুলো আবুধাবির সিভিল ফ্যামিলি কোর্ট সিস্টেম থেকে এসেছে। এই পারিবারিক আইন অমুসলিম দম্পতিদের ব্রিটেন এবং ইউরোপের বিয়ের রেজিস্ট্রি অফিসের মতই। যারা শরিয়ত আইন অনুসরণ না-করেই বিবাহ ও বিবাহবিচ্ছেদের অনুমতি দেয়। পাশাপাশি, বিদেশিদের নিজেদের দেশের বিবাহ আইনকে স্বীকৃতি দেয়। এই আইন আবুধাবি ২০২১ সালের নভেম্বরে গ্রহণ করেছিল। এবছর সেটাই দুবাই, শারজা, আজমান, উম্ম আল ওয়াইন, ফুজাইরাহ, রাস আল খাইমা-সহ সংযুক্ত আরব আমিরশাহির সাতটি আমিরশাহিতেই বলবৎ হয়েছে।

আরও পড়ুন- ‘বাজেটের পর সরকারটাই পড়ে যাচ্ছিল’, ‘ভয়ঙ্কর কারণ’ বলে তোলপাড় ফেললেন মুখ্যমন্ত্রী

নতুন আইন চালুর আগে কী অবস্থা ছিল?
এই আইন চালুর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী অমুসলিমদের স্থানীয় সংযুক্ত আরব আমিরশাহির আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার সময় শরিয়ত আইন অনুসরণ করতে হত। এমনকী, যদি সংশ্লিষ্ট দম্পতির নিজের দেশের ব্যক্তিগত আইন অন্যরকম হয়, তারপরও তাঁদের শরিয়ত আইন মেনেই এগোতে হত। সেই কারণে, বিদেশি দম্পতিরা সংযুক্ত আরব আমিরশাহির বাইরেই বিয়ে এবং ডিভোর্সের জন্য আবেদন করতেন।

বিধিনিষেধ সহজ
শুধু তাই নয়, এর আগে দুই প্রাপ্তবয়স্কের মধ্যে সম্পর্ক বা সহবাসকে অপরাধ বলে মনে করত সংযুক্ত আরব আমিরশাহির আইন। যাইহোক, ২০২০ সালে এসে সংযুক্ত আরব আমিরশাহি বিয়ের বদলে লিভ-ইন এবং গর্ভধারণকে অপরাধের আওতা থেকে মুক্ত করে। একইসঙ্গে, ব্যক্তিগত সম্পর্কের বিধিনিষেধকে সহজ করেছে।

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Marriage divorce and child custody for non muslim residents say

Next Story
আদানি গ্রুপ কেন FPO প্রত্যাহার করে নিল? কারণ জানালেন গৌতম আদানি!