ওপেনারের জায়গায় অল রাউন্ডার, ভারতের অনিশ্চিত মানসিকতা প্রকট

ইংল্য়ান্ডের বিরুদ্ধে রান তাড়া করায় ব্য়র্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে, ৩০০ ছাড়াতে গেলে এ টিমে রোহিত বা বিরাটকে শেষ পর্যন্ত ব্য়াট করতেই হবে।

ইংল্য়ান্ডের বিরুদ্ধে রান তাড়া করায় ব্য়র্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে, ৩০০ ছাড়াতে গেলে এ টিমে রোহিত বা বিরাটকে শেষ পর্যন্ত ব্য়াট করতেই হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Vijay Shankar, World Cup

শিখর ধাওয়ানের চোট থেকেই এসবের শুরু

ভারতের প্রথম একাদশ থেকে রবিবার ইংল্য়ান্ড ম্য়াচে অলরাউন্ডার বিজয় শংকর বাদ পড়েন। টস করতে এসে বিরাট কোহলি বলেন, পায়ে সামান্য় চোটের জন্য় বাদ পড়েছেন বিজয়। আজ পায়ে ফ্র্য়াকচারের জন্য় গোটা বিশ্বকাপ থেকেই বাদ পড়ে গেলেন তিনি। ভারতীয় দলের তরফ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে, বিজয় শংকরের বাঁ পায়ে যে চোট লেগেছে, তা সারতে অন্তত তিন মাস সময় লাগবে। এ চোটের ফলে চলমান বিশ্বকাপে তাঁর দৌড় শেষ হয়ে গেল। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট তাঁর বদলি হিসেবে মায়াঙ্ক আগরওয়ালের কথা ভাবছে।

Advertisment

একজন ওপেনারের বদলি হিসেবে একজন মিডল অর্ডার ব্য়াটসম্য়ানকে ভাবা হচ্ছে মানে ভারতের ব্য়াটিংয়ের অনিশ্চয়তার দিকটি প্রকাশ্য়ে এসে পড়ছে। ঠিকঠাক একটি ব্য়াটিং অর্ডারের ব্য়াপারে ভারতীয় ম্য়ানেজমেন্টের এলোমেলো মনোভাব দেখা যাচ্ছে এই সিদ্ধান্তের মাধ্য়মে। প্লেয়াররা কে কীরকম ফর্মে রয়েছে, বা কার চোট কীরকম এ ব্য়াপারে ভারতীয় ম্য়ানেজমেন্টের নিশ্চিত না থাকার বিষয়টি এতে প্রতিফলিত হচ্ছে।

আরও পড়ুন, বাংলাদেশের বিপক্ষে ব্যাপক রদবদলের ইঙ্গিত, বাদ পড়তে পারেন দুই তারকা

Advertisment

শুরু হয়েছিল ফর্মে থাকা শিখর ধাওয়ান বুড়ো আঙুলে ফ্র্য়াকচার দিয়ে। প্রথম দু ম্য়াচে মিডল অর্ডারে থাকা কে এল রাহুলকে ওপেনার হিসেবে তখনই রোহিতের সঙ্গী হিসেবে বাছা হয়। রাহুল পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন এবং আফগানিস্থান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ শুরু করেন। কিন্তু ধাওয়ানের মত তিনি রোহিতের পরিপূরক হয়ে উঠতে পারেননি, ফলে ভারত শুরুতে যে পার্টনারশিপ গড়ার কথা, তা পেরে ওঠেনি।

ইংল্য়ান্ডের বিরুদ্ধে রান তাড়া করায় ব্য়র্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে, ৩০০ ছাড়াতে গেলে এ টিমে রোহিত বা বিরাটকে শেষ পর্যন্ত ব্য়াট করতেই হবে। রাহুলকে উপরে তুলে আনায় চার নম্বরে একটা শূন্য়স্থান তৈরি হয়েছে, যা এখনই ভরাট হচ্ছে না। ঋষভ পন্থ বিশ্বকাপের ডেবিউ ম্য়াচে মন্দ খেলেননি, কিন্তু তাঁকে আরও সময় দেওয়া প্রয়োজন। ধোনি তো এখন নিজের পুরনো ফর্মের ছায়ামাত্র, যাঁকে পেস বোলিংয়ের বিরুদ্ধে বেশ কষ্ট করতে হচ্ছে। গতকাল ইংল্য়ান্ডের বোলাররা তা দেখিয়েও দিয়েছে। হার্দিক পাণ্ডিয়া সম্প্রতি বেশ উন্নতি করলেও গরিবের কপিল দেব হয়ে উঠতেও তাঁকে এখনও বেশ কিছুটা পথ যেতে হবে।

আরও পড়ুন, বিশ্বকাপে বেনজির চাহাল! লজ্জার ইতিহাসে সবার ওপরে লেখালেন নিজের নাম

বিশ্বকাপের এই পর্যায়ে দাঁড়িয়ে রোহিত ও বিরাট ছাড়া বাকি ভারতের ব্য়াটিং লাইন আপকে বেশ ভঙ্গুর দেখাচ্ছে। অফিসিয়াল স্ট্যান্ড বাই আম্বাতি রায়াডুর উপরে মায়াঙ্ক আগরওয়ালকে স্থান দেওয়ার বিষয়টি এই ভঙ্গুরতারই প্রমাণ। এ থেকে বোঝা যাচ্ছে টিম ম্য়ানেজমেন্ট এমন একজনকে চাইছে যিনি তৃতীয় ওপেনারের স্লটটিও ভরতে পারবেন। মায়াঙ্ক গত বছর অস্ট্রেলিয়ার বিরদ্ধে টেস্ট ডেবিউ করলেও সীমিত ওভারের আন্তর্জাতিকে এখনও তিনি মাঠেই নামেননি। তবে এ দলের হয়ে তাঁর স্ট্রাইক রেট ১০০র উপর, এ ব্য়াপারটা নিশ্চিত তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।

মায়াঙ্ক আগরওয়ালকে এসওএস পাঠানোর মাধ্য়মে আরও একটা জিনিস প্রমাণিত। অজিঙ্ক রাহানে আপাতত ম্য়ানেজমেন্টের ভাবনায় নেই।

Read the Full Story in English

BCCI Cricket World Cup