Prime Minister Narendra Modi: স্বপ্ন ৩-০ করা। টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি। এই লক্ষ্যে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন। একইসঙ্গে তিনি কংগ্রেসের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন। অভিযোগ করেছেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। বঞ্চিতদের উন্নয়নের পথে নিয়ে যেতে পারেনি। আর, এর পিছনে কংগ্রেসের সেকেলে এবং ঔপনিবেশিক মনোভাবকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী।
- কংগ্রেসের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ করেছেন।
- নেহরুকে টেনে কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
- কংগ্রেস ৪০টির বেশি আসন পাবে না, কার্যত ঘুরিয়ে দাবি প্রধানমন্ত্রীর।
ইন্ডিয়া জোটে ভাঙন ধরানোর চেষ্টা
কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি প্রধানমন্ত্রী বিরোধী ইন্ডিয়া জোটেও ভাঙন ধরানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ (ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস শাসিত) থেকে একটা ভবিষ্যদ্বাণী এসেছে। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন যে লোকসভায় কংগ্রেস ৪০-এর বেশি আসন পাবে না। তার সূত্র ধরে মোদী জানান, তিনি প্রার্থনা করবেন যাতে কংগ্রেস লোকসভা নির্বাচনে অন্তত ৪০টি আসন পায়।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যসভায় শেষ বক্তৃতা
লোকসভা নির্বাচনের আগে রাজ্যসভায় দেওয়া প্রধানমন্ত্রীর শেষ বক্তৃতাও ছিল নির্বাচনমুখী। মোদী বলেন, 'আমি বিশ্বাস করি যে এই দলটি (কংগ্রেস)-র চিন্তাধারা সেকেলে। তাই তারা তাদের কাজে আউটসোর্স করছে। যে দল এতবড় দেশ শাসন করত, তার পতন হয়েছে। আমরা এতে খুশি নই। আমরা তাদের প্রতি সহানুভূতি জানাই। কংগ্রেস ওবিসিদের সংরক্ষণ দেয়নি। অর্থনৈতিকভাবে দুর্বল অংশকে সংরক্ষণ দেয়নি। বাবাসাহেব আম্বেদকরকে কখনও ভারতরত্ন দেয়নি। কেবল তাদের পরিবারকে দিয়েছে। যাঁদের নিজেদের নেতা (নেতা) এবং নীতির (নীতি) কোনও গ্যারান্টি নেই, তাঁরা মোদির গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের (কংগ্রেস) ওপর মানুষ এত ক্ষিপ্ত কেন? আমরা মানুষকে বলেছি বলে নয়। তারা (কংগ্রেস) তাদের কর্মের ফল পেয়েছে।' এবারের লোকসভা নির্বাচনে জাতপাত শুমারির দাবি তোলা কংগ্রেসকে ঐতিহ্যগতভাবে দলিত-বিরোধী, আদিবাসী-বিরোধী, উপজাতি-বিরোধী বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- প্রহসনের ভোট পাকিস্তানে! সেনার ঈশারায় চলা গণতন্ত্র ফের পরীক্ষায়, ইতিহাস কী বলছে?
জাতপাত ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ
মোদী বলেছেন, 'কংগ্রেস দলিত ও আদিবাসী বিরোধী। যদি বাবাসাহেব না থাকতেন, আমি ভাবছি এসসি/এসটিরা সংরক্ষণ পেতেন কি না। আমার কাছে তাদের দুশ্চিন্তার প্রমাণ আছে। আমি শ্রদ্ধেয় নেহরুজির বক্তব্য এই ব্যাপারে স্মরণ করতে পারি। একবার নেহেরুজি মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন। তিনি লিখেছিলেন যে তিনি কোনও সংরক্ষণ পছন্দ করেন না। বিশেষ করে চাকরিতে সংরক্ষণ চান না। তিনি লিখেছিলেন যে তিনি এমন যে কোনও পদক্ষেপের বিরুদ্ধে, যা অদক্ষতাকে উত্সাহিত করে এবং দেশের কর্মক্ষেত্রের মানকে নিম্নস্তরের দিকে ঠেলে দেয়। নেহরুজি বলতেন, এসসি, এসটি এবং ওবিসিরা চাকরিতে সংরক্ষণ পেলে সরকারি কাজের দক্ষতা কমে যাবে।'