Advertisment

Explained: সবজির দামই মাথাব্যথা! বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাংক, কী জানাচ্ছেন অর্থনীতিবিদরা?

রীতিমতো মহাভারতের অর্জুনের কায়দায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আরবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
Repo Rate

বুধবার ২০২৩ সালের ২২ নভেম্বর, রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস 'FIBAC 2023'-এ উদ্বোধনী ভাষণ দিচ্ছেন। (PTI ফটো/শশাঙ্ক প্যারেড)(PTI11_22_2023_000074A)

দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে রেপো রেট অপরিবর্তিত রাখতে পারে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি বা মনিটারি পলিসি কমিটি (এমপিসি)।

Advertisment

নীতি কমিটির বৈঠক
আগামী ৬-৮ ডিসেম্বর, মুদ্রানীতি কমিটির বৈঠক। সেখানেই রেপো রেট (মূল ঋণের হার ৬.৫ শতাংশ) অপরিবর্তিত রাখতে পারে রিজার্ভ ব্যাংক। মূলত, সবজির মূল্যবৃদ্ধি রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রত্যাশিতভাবে চলতি অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) ৭.৬ শতাংশ এসেছে। যা প্রত্যাশার চেয়ে ভালো। সেকথা মাথায় রেখে রিজার্ভ ব্যাংক আগামী অর্থবর্ষে তার ডিজিপি বৃদ্ধির ওপর সংশোধন করতে পারে।

রেপো রেট ও তার গুরুত্ব
যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। মুদ্রাস্ফীতি হলে রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়ে দেয় বা অপরিবর্তিত রাখে। তাতে বাজারে টাকার জোগান বাড়ে না। ফলে, জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকে।

আরবিআই কেন রেপো রেট অপরিবর্তিত রাখবে?
ব্যাংক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ মদন সাবনভিস বলছেন, 'আরবিআইয়ের রেপো রেটের কোনও পরিবর্তন হবে না। কারণ খাদ্যে মূল্যস্ফীতি বাড়তে চলেছে। আমরা পেঁয়াজ ও টমেটোর দাম আবার বাড়তে দেখেছি। সুতরাং, রেপো রেট কমানোর কোনও সম্ভাবনা নেই। একই সময়ে, মূল মুদ্রাস্ফীতি প্রায় ৪ শতাংশ। সেই জন্যও এই হার বাড়ানোর কোনও কারণ, আরবিআইয়ের নেই।' পরিসংখ্যান বলছে, ভোক্তা মূল্যভিত্তিক মূল্যস্ফীতি (সিপিআই) সেপ্টেম্বরের ৫.০২ শতাংশ থেকে অক্টোবরে ৪.৮৭ শতাংশে নেমে এসেছে। তবে, খুচরো মূল্যস্ফীতি আরবিআইয়ের লক্ষ্যমাত্রা বা ৪ শতাংশের ওপরেই আছে।

আরবিআই গভর্নর জানিয়েছেন
গত মাসেই আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, যদিও আপাতত মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। কিন্তু বিশ্বব্যাপী কারণ এবং প্রতিকূল আবহাওয়ার জেরে খাদ্য মূল্যের দাম বৃদ্ধির আশঙ্কা আছে। এই পরিস্থিতিতে, আর্থিক বৃদ্ধির কথা মাথায় রাখলেও মুদ্রানীতিকে সক্রিয়ভাবে মূল্যস্ফীতি রোধে জোর দিতে হবে। তিনি বলেন, 'আমরা অর্জুনের মত পুরোপুরি ৪ শতাংশকেই লক্ষ্য হিসেবে রাখছি।'

আরও পড়ুন- ২২-এর ধ্বংসলীলা নেই, তবে যুদ্ধ চলছে, রাশিয়া-ইউক্রেন দু’দেশেরই দাবি জিতছে, সত্যিটা কী?

অর্থনীতিবিদের দৃষ্টিতে
ভারত ও দক্ষিণ এশিয়ার ডয়েচে ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক দাস জানিয়েছেন, 'আরবিআই সম্ভবত রেপো রেট এবং তার অবস্থান অপরিবর্তিত রাখবে। নিশ্চিত করবে যাতে স্বল্পমেয়াদি হার ৬.৮৫-৬.৯০ শতাংশের কাছাকাছি থাকে। এর ফলে রেপো রেট অপরিবর্তিত থাকলেও একটি কার্যকর বৃদ্ধি ঘটবে।'

Repo Rate Monetary Policy Reserve Bank of India
Advertisment