Explained: পরিচয় যাচাইয়ে আদৌ আধারের ওপর আস্থা রাখা যায়, কী অভিযোগ জানিয়েছে মুডি'জ?
যেহেতু অনেক প্রয়োজনীয় পরিষেবা আধার-ভিত্তিক যাচাইকরণের ভিত্তিতে দেওয়ার চেষ্টা চলছে, তাই বায়োমেট্রিক প্রযুক্তির অবিশ্বস্ততা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।
পরিচয়পত্র হিসেবে আধার মোটেও বিশ্বাসযোগ্য নয়। বিশেষ করে ভারতের মত গরম এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে তো বটেই। এমনটাই দাবি করল, রেটিং সমীক্ষার অন্যতম প্রধান সংগঠন মুডি'জ ইনভেস্টরস সার্ভিস। তারা বায়োমেট্রিক প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারতে বহুদিন ধরেই আধার চালু হয়েছে।
Advertisment
আধারের গুরুত্ব মোদী সরকার ১২ সংখ্যার এই সর্বজনীন পরিচয়পত্রে বিশেষ জোর দিয়েছে। তার ওপর ভিত্তি করে সরকারি পরিষেবা পাওয়া যাবে কি না, তা ঠিক করেছে। কিন্তু, সেই আধারের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল রেটিং সংস্থাটি। ইতিমধ্যে দেশের শীর্ষ নিরীক্ষক, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) আধারের 'ডেটা ম্যানেজমেন্ট'-এ ঘাটতির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)-র কড়া সমালোচনা করেছে। তার একবছর পরে মুডি'জ ইনভেস্টরস সার্ভিস, আধারের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করল।
মুডি’জ আধার সম্পর্কে যা বলেছে মুডি'জ জানিয়েছে যে আধার বিশ্বের বৃহত্তম ডিজিটাল আইডি কর্মসূচি। আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান করে যাচাইয়ের সাহায্যে প্রান্তিক গোষ্ঠীগুলোর কাছে কল্যাণমূলক বা বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, আধার প্রশাসনের বড় ভরসা। এর এককালীন পাসকোড, সরকারি এবং ব্যক্তিগত পরিষেবাগুলোতে কাজে লাগানো হয়। মুডি'জের অভিযোগ, 'এই আধার পরিষেবা এবং বায়োমেট্রিক প্রযুক্তি-নির্ভরতা গরম ও আর্দ্র আবহাওয়ায় বসবাসকারী কায়িক শ্রমিকদের জন্য আদৌ কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে সন্দেহ আছে।'
কেন বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে? আধারের নির্ভরযোগ্যতা নিয়ে এই উদ্বেগগুলো তাৎপর্যপূর্ণ। কারণ, এই প্রাথমিক পরিচয় নথি, সরকারের বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত। সুতরাং, প্রযুক্তি নির্ভরযোগ্য না-হলে, এর ফলে লোকেরা সরকারের কাছ থেকে বিভিন্ন ভর্তুকি না-ও পেতে পারেন। অথচ, সেই ভর্তুকি তাঁদের প্রাপ্য। সেই ভর্তুকি না-পাওয়ায় বঞ্চিত হবেন সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল বহু লোক, যাঁদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।
আধার সংযোগ ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত, ৭৬৫.৩০ মিলিয়ন ভারতীয়, গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে রেশন পাওয়ার জন্য রেশন কার্ডের সাথে আধার সংযোগ করেছিলেন। 'পাহাল'-এর মাধ্যমে এলপিজি ভর্তুকি পাওয়ার জন্য ২৮০ মিলিয়নেরও বেশি বাসিন্দা রান্নার গ্যাস সংযোগের সঙ্গে আধার সংযুক্ত করেছেন।