আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় স্বস্তি পেলেন মুলায়ম সিং যাদব ও তাঁর পরিবার। সিবিআই আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে তারা মুলায়মদের বিরুদ্ধে এ মামলার তদন্ত করেছে এবং অভিযোগের সপক্ষে কোনও তথ্য না পাওয়ায় ২০১৩ সালে মামলা বন্ধ করে দিয়েছে।
মামলা ২০১৩ সালে বন্ধ করে দেওয়া হলেও আদলতকে তা সরকারি ভাবে জানানো হয়নি। সম্প্রতি এক হলফনামায় এ মামলার অবস্থা জানতে চেয়েছিল আদালত। এবার শীর্ষ আদালতই স্থির করবে সিবিআই রিপোর্ট গ্রহণ করা হবে কি না।
২০০৭ সালে সিবিআই মুলায়ম সিং যাদব, তাঁর ছেলে অখিলেশ যাদব ও প্রতীক যাদব এবং অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্ত শুরু করা হয় বিশ্বনাথ চতুর্বেদী নামের এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে। প্রাথমিক তদন্ত শেষ করার পর তদন্ত সংস্থার তরফ থেকে আরও তদন্তের অনুমতি চাওয়া হয় আদালতে। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও রিপোর্ট দেওয়া হয়নি।
২০১২ সালে আদালত ডিম্পলের বিরুদ্ধে চলা মামলা বন্ধ করে দিতে বলে সিবিআই-কে।
এরপর বাকি তিনজনের বিরুদ্ধে মামলা চালায় সিবিআই এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয় যে এঁদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ প্রতিপন্ন হয়নি।
"তদনুসারে, সিভিসিকে ৮.১০.২০১৩ তারিখে রিপোর্ট দিয়ে প্রাথমিক তদন্ত বন্ধ করে দেওয়া হয়।"
মুলায়ম এবং তাঁর দুই পুত্র অখিলেশ ও প্রতীকের বিরুদ্ধে চলা মামলার অবস্থা জানতে চেয়ে আদালতে যে হলফনামা পেশ করা হয়েছিল, তার প্রেক্ষিতে সিবিআই জানিয়েছে, প্রাথমিক তদন্ত বন্ধ করে দিয়েছে অক্টোবর ২০১৩-তেই।
Read the Full Story in English